বোলপুর, 12 ডিসেম্বর:এই প্রথম পৌষমেলার আয়োজন করতে চলেছে রাজ্য সরকার ৷ মেলার জন্য পূর্বপল্লীর মাঠটি দেওয়া হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে । তবে মেলার আয়োজন নিয়ে বৈঠক চলাকালীন জেলা পরিষদের সভাধিপতিকে চেয়ার না-ছাড়ার অভিযোগ উঠল বিধায়কের বিরুদ্ধে । এই ঘটনার পর দ্রুত বৈঠক ছেড়ে বেরিয়ে যান সভাধিপতি কাজল শেখ । যা নিয়ে তৈরি হয় শোরগোল ।
24 থেকে 28 ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা । আদালতের নির্দেশ মতো ভাঙামেলা থাকবে না ৷ 29 ডিসেম্বর মেলা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষকেও রাখা হচ্ছে মেলা কমিটিতে ৷ ঐতিহ্যবাহী পৌষমেলা নিয়ে জট অবশেষে কাটল । তবে এই প্রথম মেলার আয়োজন করছে রাজ্য সরকার ৷ মেলার জন্য পূর্বপল্লীর মাঠ ব্যবহার করার আবেদন জানানো হয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে । বিশ্বভারতী অনুমতি দিয়েছে ৷ 2019 সালের পর এই মেলা চলছিল টানাপোড়েন ৷ ফের শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠেই ফিরছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে শুরু হওয়া 'পৌষমেলা'।
মঙ্গলবার মেলা সংক্রান্ত একটি বৈঠক ডাকে জেলা প্রশাসন । বৈঠকে চেয়ার না-পাওয়ায় ক্ষুব্ধ হয়ে বৈঠক ছেড়ে বেরিয়ে যান কাজল । জেলাশাসক বিধান রায়ের তত্ত্বাবধানে এদিন বোলপুর মহকুমা শাসকের দফতরে এই বৈঠক ডাকা হয় । সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, মহকুমা শাসক অয়ন নাথ, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক অরিত্র সিংহ-সহ অন্যান্য আধিকারিক ও কাউন্সিলররা ৷