বোলপুর, 4 ফেব্রুয়ারি: নথি অনুযায়ী বিশ্বভারতীর প্রকৃত সীমানা জরিপের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী ও উপাচার্যকে চিঠি দিলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে একথা জানান তিনি। তাঁর সাফ কথা, এই আবেদনে সাড়া না পেলে এরপর আইনি পদক্ষেপ করতে বাধ্য হবেন৷
প্রসঙ্গত, একাধিকবার বিশ্বভারতী কর্তৃপক্ষ সাংবাদিক বৈঠক করে ও প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দাবি করেছে, বিভিন্ন জায়গায় বিশ্বভারতীর 77 একর জমি বেদখল হয়ে গিয়েছে। এমনকী, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ‘প্রতীচী’ বাড়িটির মধ্যেও নাকি বিশ্বভারতীর জমি রয়েছে৷ যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিশ্বভারতীর এই অভিযোগে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বোলপুর সফরে এসে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন।