পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল নেতাদের জন্য 'ঘুম পাড়ানি' ওষুধের নিদান BJP-র বীরভূম জেলা সভাপতির - birbhum bjp president threat tmc leaders

প্তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে শ্যামাপদবাবু বলেন, "সাঁইথিয়ায় কয়েকজন তৃণমূল নেতা আছে৷ এই তিন-চারজন নেতা যদি এখানে গুন্ডামি করে, ঘর-বাড়ি ভাঙে, আমাদের কর্মকর্তাদের গায়ে হাত দেয়, তাহলে আমার ভাই-কর্মীদের বলব, প্রথমে ঘুমপাড়ানি ওষুধটা দেবেন৷ ওষুধে যদি কাজ না হয় তাহলে চিরকালের মতো ঘুমপাড়িয়ে দেবেন৷"

BHR_JAN_BJP_PRESIDENT_HUMKI
এদিন CAA-এর সমর্থনে অভিনন্দন যাত্রা

By

Published : Jan 25, 2020, 6:40 PM IST

সাঁইথিয়া, 25 জানুয়ারিঃ তৃণমূল নেতাদের 'ঘুমপাড়ানি ওষুধ' দিয়ে চিরকালের মতো ঘুম পাড়িয়ে দেওয়ার নিদান দিলেন বীরভূম জেলা BJP সভাপতি ৷ আজ সাঁইথিয়ায় CAA-এর সমর্থনে 'অভিনন্দন যাত্রা' করে BJP । সেই যাত্রার শেষে দলের তরফে সভা করা হয়৷ সেই সভায় দলের বীরভূম জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, "গ্রামে যখন বুনো হাতি ঢুকে যায় তখন বন দপ্তরে খবর দেওয়া হয়৷ বন দপ্তরের কর্মীরা এসে ঘুমপাড়ানি গুলি করে ৷ যদি ঘুম না আসে তখন গুলি করে মেরে দেয়৷"

তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে শ্যামাপদবাবু বলেন, "সাঁইথিয়ায় কয়েকজন তৃণমূল নেতা আছে৷ এই তিন-চারজন নেতা যদি এখানে গুন্ডামি করে, ঘর-বাড়ি ভাঙে, আমাদের কর্মকর্তাদের গায়ে হাত দেয়, তাহলে আমার ভাই-কর্মীদের বলব, প্রথমে ঘুমপাড়ানি ওষুধটা দেবেন৷ ওষুধে যদি কাজ না হয় তাহলে চিরকালের মতো ঘুমপাড়িয়ে দেবেন৷" এখানেই থেমে থাকেননি শ্যামাপদবাবু ৷ তিনি আরও বলেন, "ওরা (তৃণমূল কংগ্রেস) যদি এক চড় মারে, তাহলে চিন্তা না করে পালটা চড় মারুন । যা হবে আমরা বুঝে নেব।"

CAA-এর সমর্থনে "অভিনন্দন যাত্রা"

এদিন CAA-এর সমর্থনে পদযাত্রায় ছিলেন দলের রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদারও৷ শ্যামাপদ মণ্ডলের এহেন মন্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জয়প্রকাশ মজুমদার বলেন, "অনুব্রত মণ্ডল যদি পুলিশকে বোম মারার জন্য নিজের দলকে বলতে পারেন, তাহলে BJP-র জেলা সভাপতির ভুল কোথায় ? সাঁইথিয়া এলাকায় তৃণমূলের দ্বারা অত্যাচারিত হয়ে উনি এই কথা বলেছেন।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details