শান্তিনিকেতন, 19 জুলাই : বিশ্বভারতীর রবীন্দ্রভবন থেকে খোয়া গিয়েছিল নোবেল পদক । চুরি যাওয়ার 17 বছর পর ওই ভবনের নজরদারিতে তৈরি হচ্ছে আধুনিক ওয়াচ টাওয়ার ৷ রবীন্দ্রভবনের ঠিক পেছনে লালবাঁধের দু'পারে 20 ফুট উচ্চতার দুটি ওয়াচ টাওয়ার তৈরি হচ্ছে । সর্বক্ষণ এই ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালাবে সশস্ত্র নিরাপত্তারক্ষীরা । থাকবে ওয়াচ লাইট ও দূরবীক্ষণ যন্ত্রও ।
2004 সালের 25 মার্চ শান্তিনিকেতনের রবীন্দ্রভবন সংগ্রহশালা থেকে খোয়া গিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক । নিন্দার ঝড় উঠেছিল গোটা বিশ্বে ৷ এর পর কোটি টাকা ব্যয়ে ঢেলে সাজানো হয় বিশ্বভারতীর নিরাপত্তা ব্যবস্থা । মোতায়েন করা হয় বেসরকারি এজেন্সির নিরাপত্তারক্ষী । যদিও এর পরেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে । কখনও কেন্দ্রীয় কার্যালয়ে কম্পিউটার চুরি, কখনও বিভিন্ন ভবন থেকে খোয়া গিয়েছে পড়াশোনার সামগ্রী । এছাড়াও বিশ্বভারতী চত্বরের একাধিক চন্দন গাছ কাটা গিয়েছে রাতের অন্ধকারে ।