পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমফান মোকাবিলায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 1 লাখ টাকা বিশ্বভারতীর ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশনের - coronavirus

বিপর্যস্ত এলাকাগুলির পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে এক লাখ টাকা অনুদান দিল বিশ্বভারতীর ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন ৷ এদিন বোলপুর মহকুমা শাসক অভ্র অধিকারীর হাতে সেই চেক তুলে দেওয়া হয় ৷

বিশ্বভারতীর ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন
বিশ্বভারতীর ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন

By

Published : May 27, 2020, 7:46 PM IST

শান্তিনিকেতন, 27 মে : আমফানে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে এক লাখ টাকা অনুদান দিলেন বিশ্বভারতীর ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশনের অধ্যাপক-অধ্যাপিকারা ৷ বোলপুর মহকুমা শাসকের হাতে এই চেক তুলে দেন তাঁরা ।

কোরোনা সংক্রমণ রুখতে দু'মাস ধরে দেশজুড়ে চলছে লকডাউন । লকডাউনের শুরু থেকেই বিভিন্ন গ্রামে গিয়ে দুস্থ মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়ার কাজ করে চলেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন ৷ বিশেষ করে যে সব মানুষের রেশন কার্ড নেই, তাদের নামের তালিকা তৈরি করে সহযোগিতা করছে তারা । একইভাবে আমফানে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য এগিয়ে এলেন অধ্যাপক-অধ্যাপিকারা ।

আমফানের জেরে কলকাতা-সহ রাজ্যের ছ'টি জেলা ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত ৷ বিপর্যস্ত এলাকাগুলির পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে এক লাখ টাকা অনুদান দিল বিশ্বভারতীর ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন ৷ এদিন বোলপুর মহকুমা শাসক অভ্র অধিকারীর হাতে সেই চেক তুলে দেওয়া হয় ৷ আরও টাকা সংগ্রহ করে ত্রাণ তহবিলে দেওয়ার অঙ্গীকার করা হয় সংগঠনের পক্ষ থেকে ।

বিশ্বভারতীর তরফে এক দিনের বেতনের টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দেওয়ার নোটিস দেওয়া হয়েছিল । সেই সময় বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন পক্ষ থেকে তার বিরোধিতা করা হয় ৷ তাদের বক্তব্য ছিল, আলোচনা না করে কারও বেতনের টাকা কীভাবে কেটে নিতে পারে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ তাই এদিন পৃথকভাবে আমফানে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য অনুদান দেয় এই সংগঠন ।

ABOUT THE AUTHOR

...view details