শান্তিনিকেতন, 24 নভেম্বর: শেষমেশ ঘেরাও মুক্ত হলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। শান্তিনিকেতন ও বোলপুর থানার পুলিশ এসে তাঁকে বুধবার মধ্যরাতে উদ্ধার করেছে। উপাচার্যকে উদ্ধার করতে গাঁইতি, শাবল থেকে শুরু করে বাঁশ পর্যন্ত নিয়ে আসতে হয় নিরাপত্তারক্ষীরা। গেট ভাঙতে শুরু করেন উপাচার্যকে উদ্ধারের জন্য ৷ সেইসময়েই আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় নিরাপত্তারক্ষীদের ।
বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকা, কর্মীদের একটি বড় অংশ প্রতিবাদ জানিয়ে আসছিলেন ।
পূর্বের আন্দোলনকারীরা পড়ুয়াদের ভর্তি না নেওয়া, গবেষণারত পড়ুয়াদের পাঠে বাধা দেওয়া, এমনকী আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে বুধবার বিকাল 4 টে থেকে ঘেরাও করে উপাচার্যকে ৷ বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে নিজ দফতরে ঘেরাও করা হয়েছিল উপাচার্যকে ৷ সেই সময় পড়ুয়াদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের। আহত হন দুই পড়ুয়া-সহ এক নিরাপত্তারক্ষী।