পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Student Protest In Visva Bharati: প্রায় 10 ঘণ্টা পর ঘেরাও মুক্ত উপাচার্য, পড়ুয়াদের আন্দোলনে উত্তাল বিশ্বভারতী - freed after several hours

প্রায় 10 ঘণ্টা পর ঘেরাও মুক্ত হলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Student Protest In Visva Bharati)৷ শান্তিনিকেতন ও বোলপুর থানার পুলিশ এসে তাঁকে উদ্ধার করেছে ৷ পড়ুয়াদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ উাপাচার্যর ৷

Student Protest In Visva Bharati
ETV Bharat

By

Published : Nov 24, 2022, 6:44 AM IST

Updated : Nov 25, 2022, 9:22 AM IST

শান্তিনিকেতন, 24 নভেম্বর: শেষমেশ ঘেরাও মুক্ত হলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। শান্তিনিকেতন ও বোলপুর থানার পুলিশ এসে তাঁকে বুধবার মধ্যরাতে উদ্ধার করেছে। উপাচার্যকে উদ্ধার করতে গাঁইতি, শাবল থেকে শুরু করে বাঁশ পর্যন্ত নিয়ে আসতে হয় নিরাপত্তারক্ষীরা। গেট ভাঙতে শুরু করেন উপাচার্যকে উদ্ধারের জন্য ৷ সেইসময়েই আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় নিরাপত্তারক্ষীদের ।
বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকা, কর্মীদের একটি বড় অংশ প্রতিবাদ জানিয়ে আসছিলেন ।

পূর্বের আন্দোলনকারীরা পড়ুয়াদের ভর্তি না নেওয়া, গবেষণারত পড়ুয়াদের পাঠে বাধা দেওয়া, এমনকী আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে বুধবার বিকাল 4 টে থেকে ঘেরাও করে উপাচার্যকে ৷ বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে নিজ দফতরে ঘেরাও করা হয়েছিল উপাচার্যকে ৷ সেই সময় পড়ুয়াদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের। আহত হন দুই পড়ুয়া-সহ এক নিরাপত্তারক্ষী।

10ঘন্টা পর ঘেরাও মুক্ত উপাচার্য, পড়ুয়াদের আন্দোলনে উত্তাল বিশ্বভারতী

আরও পড়ুন: ঘেরাও উপাচার্য, ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী

জানা গিয়েছে, দীর্ঘক্ষণ দফতরে ঘেরাও থাকার পর নিরাপত্তার অভাব ও হেনস্থা করার এই অভিযোগে বীরভূম পুলিশ সুপারকে ইমেল করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ রাত প্রায় 2 টো নাগাদ উপাচার্যকে উদ্ধার করতে আসে বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা ৷ গাঁইতি, শাবল, বাঁশ দিয়ে গেট খোলার চেষ্টা করেন নিরাপত্তারক্ষীরা। সেই সময়েই আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের ধস্তাধস্তি শুরু হয় । পরিস্থিতি উত্তাল হওয়ার খবর পেয়ে শান্তিনিকেতন ও বোলপুর থানার পুলিশ এসে পড়ুয়াদের বুঝিয়ে উপাচার্যকে উদ্ধার করে ৷ পড়ুয়াদের অভিযোগ, বিশ্বভারতীর কয়েকজন কর্মীর নেতৃত্বে নিরাপত্তারক্ষীরা উপাচার্যকে উদ্ধারের নামে পড়ুয়াদের উপর চড়াও হয়ে মারধর করেছে ৷ সবমিলিয়ে অভিযোগ, পালটা অভিযোগে সরগরম বিশ্বকবির প্রাণের বিশ্বভারতী !

Last Updated : Nov 25, 2022, 9:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details