সাংবাদিকদের ক্যামেরা-মোবাইল কেড়ে নেওয়ার নির্দেশ বিশ্বভারতীর উপাচার্যের শান্তিনিকেতন, 14 নভেম্বর:এর আগে তাঁর বিরুদ্ধে আন্দোলনকারী পড়ুয়াদের লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠেছিল ৷ এবার কর্তব্যরত পুলিশকে সাংবাদিকদের মোবাইল-ক্যামেরা কেড়ে নেওয়ার নির্দেশ দিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Visva Bharati VC Bidyut Chakraborty) ৷ আর এই পুরো ঘটনা ক্যামেরাবন্দি করছিল ইটিভি ভারতও ৷ তখন তিনি ইটিভি ভারতের সাংবাদিককেও ক্যামেরা বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয় ৷
আর তা না-করায় ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় ইটিভি ভারতের ৷ তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন, "সাংবাদিকদের ক্যামেরা-মোবাইল কেড়ে নিন ৷ তা না-হলে রাজ্য পুলিশের কোন সাহায্য দরকার নেই ৷" এদিন পুলিশ ও বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে বাসভবন থেকে বেরিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আসার সময় তিনি একথা বলেন ।
প্রসঙ্গত, ছাত্র আন্দোলনের জেরে 22 দিন ধরে উত্তাল বিশ্বভারতী (Visva Bharati University ) । উপাচার্যের বাসভবনের সামনে চলছে পড়ুয়াদের ধরনা ৷ মঙ্গলবার রাতে ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতর নেতৃত্বে নিরাপত্তারক্ষীরা ধরনা মঞ্চ ভেঙে দেয় বলে অভিযোগ। যাকে কেন্দ্র করে আরও উত্তাল হয়ে উঠেছিল বিশ্বভারতী। সেই পরিস্থিতির মধ্যে এদিন পূর্বপল্লির বাসভবন থেকে বেরোন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ।
বিশাল সংখ্যক নিরাপত্তারক্ষীর ঘেরাটোপে ও পুলিশ বাহিনীর নিরাপত্তায় কেন্দ্রীয় কার্যালয়ে আসেন উপাচার্য । সেই সময় বিদ্যুৎ চক্রবর্তী শান্তিনিকেতন থানার ওসি পার্থকুমার ঘোষকে সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল কেড়ে নেওয়ার নির্দেশ দেন ৷ পুলিশ তা অস্বীকার করলে, উপাচার্য বলেন, "রাজ্য পুলিশের আমার কোন দরকার নেই, আপনারা চলে যান ।" পরে উপাচার্য নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন কর্তব্যরত সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল কেড়ে নিতে ৷ কয়েক দিন ধরে উপাচার্যের নিরাপত্তা দিতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কার্যত নিরাপত্তারক্ষীহীন ৷
আরও পড়ুন:আন্দোলনকারী পড়ুয়াদের লক্ষ্য করে ইট ছুড়লেন উপাচার্য ! ফের উত্তেজনা বিশ্বভারতীতে
উল্লেখ্য, মঙ্গলবার আন্দোলনকারী পড়ুয়াদের লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (VC Bidyut Chakrabarty Hurls Stone at Agitating Students) বিরুদ্ধে ৷ ক্যামেরাবন্দি হয়েছিল সেই দৃশ্যও ৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় চত্বর ৷ আর ঘটনাকে কেন্দ্র করে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারী পড়ুয়া এবং নিরাপত্তারক্ষীরা ৷ এরপরেই আজ ঘটল এই ঘটনা ৷
আরও পড়ুন:বিশ্বভারতীর পড়ুয়া ও নিরাপত্তারক্ষীদের মধ্যে হাতাহাতি, 21 দিন পর বাড়ি থেকে বেরলেন উপাচার্য