পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Visva Bharati University: আন্দোলনের জের ! 6 পড়ুয়াকে সাসপেন্ড ও 1 অধ্যাপককে বহিষ্কার করল বিশ্বভারতী

বিভিন্ন দাবিতে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ির সামনে চলেছে আন্দোলন । সেই ঘটনাতেই এবার ছয় পড়ুয়াকে এক বছরের জন্য সাসপেন্ড এবং এক অধ্যাপককে বরখাস্ত করল বিশ্বভারতী কর্তৃপক্ষ (Visva Bharati University suspend 6 students)।

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 23, 2022, 8:24 PM IST

বোলপুর, 23 ডিসেম্বর: ছাত্র আন্দোলনের জেরে এক অধ্যাপককে বরখাস্ত ও 6 ছাত্রকে এক বছরের জন্য সাসপেন্ড করল বিশ্বভারতী কর্তৃপক্ষ । উপাচার্যের বাড়ির সামনে আন্দোলনের জেরে কর্মসমিতির সিদ্ধান্ত অনুযায়ী সাসপেণ্ড করা হল পড়ুয়াদের (Visva Bharati University suspend 6 students) ।

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সময়কালে তাঁর একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে দফায় দফায় ছাত্র আন্দোলনে উত্তাল হয়েছে বিশ্বভারতী ৷ সব ক্ষেত্রেই অধ্যাপক-অধ্যাপিকা, কর্মী, আধিকারিকদের কখনও শো-কজ, কখনও সাসপেন্ড, কখনও বহিষ্কার হতে হয়েছে । সেই সম্পর্কিত একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টে ৷

দফায় দফায় ছাত্র আন্দোলনে উত্তাল হয়েছে বিশ্বভারতী

সদ্য সোমনাথ সৌ নামে এক পড়ুয়ার নাম লিস্ট থেকে বাদ দিয়ে তাঁকে ভর্তি না-নেওয়া, ছাত্রীকে গবেষণাপত্র দিতে না-দেওয়া ও পৌষমেলা বন্ধ করার দাবিতে 20 দিন ধরে উপাচার্যের বাসভবনের সামনে চলছিল মঞ্চ তৈরি করে বিক্ষোভ । পরে বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা ধরনা মঞ্চ ভেঙে উপাচার্যকে উদ্ধার করে ।

আরও পড়ুন: দুর্নীতিগ্রস্তদের সঙ্গে এক মঞ্চে বসবেন না উপাচার্য, বিস্ফোরক প্রেস বিজ্ঞপ্তি বিশ্বভারতীর

এই ঘটনায় বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে চাকরি থেকে বরখাস্ত করা হয় ৷ পাশাপাশি সুপ্রিয় সাহা, দেবদত্ত মেটে, অমলেন্দু দাস, প্রত্যুষ মুখোপাধ্যায়, মৃত্যুঞ্জয় দাস, অক্ষয় কর্মকারকে 1 বছরের জন্য সাসপেন্ড করল বিশ্বভারতী কর্তৃপক্ষ । ইতিমধ্যেই ইমেল মারফৎ প্রত্যেককে নোটিশ পাঠানো হয়েছে । নোটিশে স্পষ্ট জানানো হয়েছে, উপাচার্যের বাড়ির সামনে তাণ্ডব চালানোর ঘটনায় তাঁদের সাসপেন্ড করা হয়েছে । সিসিটিভি ফুটেজ দেখে পড়ুয়াদের চিহ্নিত করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details