শান্তিনিকেতন, 3 জানুয়ারি : ওমিক্রন আতঙ্কে ফের কোভিড সংক্রান্ত বিধিনিষেধ চালু হয়েছে রাজ্যে ৷ কাল নবান্নে সাংবাদিক বৈঠকে নতুন করে করোনা বিধিবনিষেধের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ 15 তারিখ পর্যন্ত বিধিনিষেধ লাগু হয়েছে রাজ্যে ৷ এবার রাজ্য সরকারের পথেই 15 জানুয়ারি পর্যন্ত পঠন-পাঠন বন্ধ করে দিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ও ।
বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে, আপাতত অনলাইনেই চলবে পঠন-পাঠন । 50 শতাংশ কর্মী নিয়ে প্রশাসনিক কাজকর্ম চলবে ৷ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ।