শান্তিনিকেতন, 15 মার্চ : রাতভর ঘেরাও থাকার পর ইস্তফা দিলেন বিশ্বভারতীর কর্মসচিব আশিস আগরওয়াল (Visva Bharati University Registrar Resigns) । ছাত্র আন্দোলনের 16 দিনের মাথায় ইস্তফা দিয়ে দিলেন তিনি । উপাচার্যের সঙ্গে মতানৈক্যর জন্যই এই পদত্যাগ বলে জানা গিয়েছে । অন্যদিকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনে অনড় পড়ুয়ারা (Students Agitation at Visva Bharati University) ।
বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ বলেন, "ইস্তফা দিয়েছেন কর্মসচিব । উপাচার্যের কাছে সেই পত্র পাঠিয়ে দিয়েছেন তিনি ৷ কী কারণে ইস্তফা, সেটা বলতে পারব না ।"
28 ফেব্রুয়ারি থেকে ছাত্রাবাস, ক্যান্টিন খোলার দাবি-সহ অনলাইনে পরীক্ষার দাবিতে লাগাতার ছাত্র আন্দোলন চলছে বিশ্বভারতীতে ৷ পরীক্ষা বয়কট করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা ৷ এদিন বিশ্বভারতী কর্তৃপক্ষ নিজস্ব ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করে ৷ তাতে স্পষ্ট বলা হয়, যে সমস্ত পড়ুয়া পরীক্ষা দেবেন না, তাঁদের নিয়ম অনুসারে অনুপস্থিত দেখিয়ে ফেল করিয়ে দেওয়া হবে । এরপর ছাত্র আন্দোলনে আরও উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী ।