পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Teacher Sexually Assaults Student: ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার বিশ্বভারতীর অধ্যাপক

গবেষণারত ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শনিবার গ্রেফতার বিশ্বভারতীর অধ্যাপক ৷ ঘটনায় প্রশ্নের মুখে বিশ্বভারতী ৷

Teacher Sexually Assaults Students
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার অধ্যাপক

By

Published : Jun 3, 2023, 10:47 PM IST

Updated : Jun 3, 2023, 11:06 PM IST

বোলপুর, 3 জুন: গবেষণারত ছাত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার বিশ্বভারতীর অধ্যাপক রাজর্ষি রায় ৷ শিক্ষা বিভাগের এই অধ্যাপকের বিরুদ্ধে 31 মে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী ৷ অভিযোগ, দিনের পর দিন তাঁকে কুপ্রস্তাব দিয়ে গিয়েছে অভিযুক্ত অধ্যাপক। পাশাপাশি শ্লীলতাহানিও করেছে বলে অভিযোগ তুলেছিলেন ছাত্রী। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত অধ্যাপককে ৷

জানা গিয়েছে বিশ্বভারতীর শিক্ষা বিভাগের অধ্যাপক রাজর্ষি রায়। তাঁর বিরুদ্ধে 31 মে শান্তিনিকেতন থানায় মানসিক নির্যাতন, শ্লীলতাহানি, কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ করেন গবেষক ছাত্রী ৷ 2016 সালে শিক্ষা বিভাগে গবেষণা শুরু করেছিলেন ওই ছাত্রী ৷ অভিযোগ, সেই সময় থেকেই শুরু হয় কুপ্রস্তাব দেওয়া ৷ এমনকী অভিযোগ, গবেষণাপত্রে সাক্ষর করার নাম করে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন অভিযুক্ত অধ্যাপক। এই মর্মে বিভাগীয় প্রধান ও ভবনের অধ্যক্ষকেও লিখিত ভাবে জানান ওই ছাত্রী ৷ কিন্তু, বিশ্বভারতী কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি বলে জানিয়েছিলেন নির্যাতিতা ছাত্রী ৷ এরপরই তিনি শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বর্তমানে ওই ছাত্রী রায়গঞ্জ কলেজের এডুকেশন বিভাগের অধ্যাপিকা ৷ পাশাপাশি, উচ্চশিক্ষার জন্য গবেষণা চালিয়ে যাচ্ছেন বিশ্বভারতীতে ৷ অভিযোগের ভিত্তিতে এদিন ওই অধ্যাপককে গ্রেফতার করে 354, 354 এ, 354 বি, 354 ডি, 506, 509, 376, 511, 500 ধারায় মামলা রুজু করে পুলিশ ৷

আরও পড়ুন: 18 ছাত্রীকে যৌন হেনস্থায় গ্রেফতার শিক্ষক ! ভয়ে স্কুলেই যাচ্ছে না পড়ুয়ারা

শিক্ষা বিভাগে হেনস্থার কথা জানানো সত্ত্বেও কেন বিশ্বভারতী কর্তৃপক্ষ অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি, উঠেছে প্রশ্ন। এমনকী, বিশ্বভারতীর বিশাখা কমিটিতে সেই অভিযোগ দায়ের হওয়া সত্ত্বেও কেন নির্যাতিতার পাশে দাঁড়াল না বিশ্বভারতী, তা নিয়েও উঠেছে প্রশ্ন ৷ এই প্রসঙ্গে কোন মন্তব্য করতে চাননি বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ছাত্রীকে শ্লীলতাহানি, গ্রেপ্তার ক্যারাটে প্রশিক্ষক

Last Updated : Jun 3, 2023, 11:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details