বোলপুর, 10 মে: 'ওয়ার্ল্ড হেরিটেজ' ঘোষণা হতে চলেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই একথা টুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জিকিষাণ রেড্ডি। এছাড়াও, ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের তরফেও বিশ্বভারতীকে মৌখিকভাবে একথা জানানো হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায়। এ বছরের সেপ্টেম্বর মাসে আরবে আয়োজিত অনুষ্ঠান থেকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' ঘোষণা করে হবে। এই প্রথম কোনও লিভিং বিশ্ববিদ্যালয় এই তকমা পেতে চলেছে ৷ এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি শান্তিনিকেতনবাসী।
বিশ্বভারতীর আবেদনের ভিত্তিতে 2021 সালের 26 অক্টোবর ইউনেসকোর সাত সদস্যের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় ঘুরে দেখে গিয়েছিলেন ৷ বিশ্বভারতীর বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান শান্তিনিকেতন গৃহ, উপাসনা গৃহ, ঘণ্টাতলা, কলাভবন, সঙ্গীত ভবন, রবীন্দ্রভবন, তালধ্বজ, ছাতিমতলা, গৌরপ্রাঙ্গণ প্রভৃতি জায়গা ঘুরে দেখেছিলেন ৷ এদিন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জিকিষাণ রেড্ডি একটি টুইট করে লেখেন, "গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে ভারতের জন্য একটা দারুণ খবর। আইসিওএমওএস দ্বারা বিশ্বে ঐতিহ্যের তালিকায় স্থান পাচ্ছে। 2023 সালের সেপ্টেম্বর মাসে সৌদি আরবের রিয়াদে আয়োজিত ইউনেসকোর সভায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে বিষয়।"
অর্থাৎ, ওয়ার্ল্ড হেরিজেটের তকমা বিশ্বভারতীর। এই প্রথম বিশ্বের কোনও লিভিং বিশ্ববিদ্যালয় এই তকমা পেতে চলেছে। ইতিমধ্যেই বিশ্বভারতী কর্তৃপক্ষকে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের তরফেও বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। বললেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায়। বিশ্বকবির বিশ্বভারতী ওয়ার্ল্ড হেরিটেজ হওয়ায় খুশির হাওয়া শান্তিনিকেতনজুড়ে ৷ বিশ্বভারতীর শিক্ষক কিশোর ভট্টাচার্য বলেন, "এটা আমাদের কাছে গর্বের ৷ এই প্রথম লিভিং একটি বিশ্ববিদ্যালয় এই তকমা পেল। ধন্যবাদ জানাই সব পক্ষকে।" বিশ্বভারতীর পড়ুয়া শুভ নাথ ও ঐন্দ্রিলা মল্লিক বলেন, "আমাদের কাছে অত্যন্ত গর্বের ৷ গুরুদেবের যে প্রতিষ্ঠানে পড়াশোনা করি তা ওয়ার্ল্ড হেরিটেজ এটা ভেবে। কিন্তু, পাশাপাশি শিক্ষার মান তলানিতে ঠেকেছে ৷ সেটাও এই উপাচার্যকে দেখতে হবে ৷"