শান্তিনিকেতন , 23 মে : রাজ্য জুড়ে সরকারি বিধিনিষেধ ৷ বন্ধ বিশ্বভারতীর রবীন্দ্রভবন ৷ যথারীতি পর্যটক শূন্য শান্তিনিকেতন । তাতেই দেড় বছরে ক্ষতি আনুমানিক 3 কোটি টাকা ৷
উল্লেখ্য, 2020 সালের 9 মার্চ থেকে বন্ধ বিশ্বভারতীর অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু রবীন্দ্রভবন সংগ্রহশালা । যা থেকে বিশ্বভারতীর দৈনিক আয় হয় 70 থেকে 80 হাজার টাকা ৷ ছুটির দিন গুলিতে দ্বিগুন হয় এই আয় ৷
তবে করোনা আবহে প্রায় দেড় বছর বন্ধ রবীন্দ্রভবন ৷ সেকারনেই আনুমানিক 3 কোটি টাকার ক্ষতির ধাক্কা খেল বিশ্বভারতী ৷