পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Visva Bharati University: আন্দোলনে অনড় ছাত্ররা, বিশ্বভারতীর সমাবর্তন স্থগিত রাখল কর্তৃপক্ষ

বিশ্বভারতীতে (Visva Bharati University) ছাত্র আন্দোলন (Student Agitation) চলছে ৷ তারই জেরে এবার ডিসেম্বর মাসের সমাবর্তন অনুষ্ঠান (Convocation) স্থগিত করে দিল কর্তৃপক্ষ ৷

Visva Bharati University Convocation Postponed by Authority for Student Agitation
Visva Bharati University: আন্দোলনে অনড় ছাত্ররা, বিশ্বভারতীর সমাবর্তন স্থগিত রাখল কর্তৃপক্ষ

By

Published : Dec 8, 2022, 7:45 PM IST

শান্তিনিকেতন, 8 ডিসেম্বর:পৌষমেলা নিয়ে দীর্ঘ টালবাহানার পর এবার ভেস্তে গেল বিশ্বভারতীর (Visva Bharati University) সমাবর্তন অনুষ্ঠান (Convocation) ৷ ছাত্র আন্দোলনের (Student Agitation) জেরে সমাবর্তন আপাতত স্থগিত করে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ ঠিক ছিল, আগামী 11 ডিসেম্বর সমাবর্তনের অনুষ্ঠান করা হবে ৷ কিন্তু, গত 16 দিন ধরে উপাচার্যের বাসভবনের সামনে ধর্নামঞ্চ তৈরি করে চলছে অবস্থান বিক্ষোভ ৷ কখনও আবার বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ছেন পড়ুয়ারা ! নিরাপত্তার অভাবের কথা বলে পৌষমেলা সংক্রান্ত জরুরি বৈঠক এড়িয়ে যাচ্ছেন উপাচার্য ৷ এইসব নানা কারণে আপাতত সমাবর্তন না করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷

এবারের সমবর্তন অনুষ্ঠানে আসার কথা ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, অ্য়াটর্নি জেনারেল আর ভেঙ্কটরমনি, রাজ্যপাল সিভি আনন্দ বোস-সহ বিশিষ্টদের ৷ এমনকী, সমাবর্তন অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার বীরভূম জেলা আদালতের প্রধান বিচারক সুদেষ্ণা দে চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অনুষ্ঠানস্থল এবং উপাচার্যের বাসভবন পরিদর্শন করে ৷ সেই দলে প্রধান বিচারক ছাড়াও ছিলেন অতিরিক্ত জেলা দায়রা বিচারক সোমনাথ কুণ্ডু, বোলপুর আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক শুভদীপ রায়, বোলপুরের মহকুমাশাসক অয়ন নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (বোলপুর) নিখিল আগরওয়াল-সহ অন্যরা ৷ বিচারকরা ধর্নামঞ্চ-সহ অতিথিদের থাকার জন্য নির্দিষ্ট রথীন্দ্র অতিথিগৃহও ঘুরে দেখেন ৷

আরও পড়ুন:বিশ্বভারতীর উপাচার্য বিজেপির দালাল ও ছাত্র বিরোধী, কটাক্ষ টিএমসিপি নেতা সুদীপ রাহার

কিন্তু, পরবর্তীতে বৃহস্পতিবার বিকেলে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakrabarty) তত্ত্বাবধানে একটি ভার্চুয়াল বৈঠক (Virtual Meeting) হয় ৷ সেই বৈঠকে সংশ্লিষ্ট আধিকারিক এবং অধ্যক্ষদের সঙ্গে সমাবর্তন নিয়ে আলোচনা করেন উপাচার্য ৷ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ছাত্র আন্দোলন যেহেতু চলছে, তাই আপাতত বিশ্বভারতীর সমাবর্তন স্থগিত রাখা হল ৷

এই প্রসঙ্গে বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় জানান, ছাত্রদের হঠকারিতার কারণেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি এখন স্বাভাবিক নেই ৷ উপাচার্য গত দু'সপ্তাহ ধরে গৃহবন্দি হয়ে রয়েছেন ৷ তিনি বিশ্ববিদ্যালয়ের কাজ পরিচালনা করতে ক্যাম্পাসেই আসতে পারছে না ৷ এই প্রেক্ষাপটে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সমাবর্তন স্থগিত রাখা হল ৷

ABOUT THE AUTHOR

...view details