শান্তিনিকেতন, 14 ফেব্রুয়ারি: আমন্ত্রণ বিতর্কের পর ফের সমাবর্তন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করতে চলেছে বিশ্বভারতী। জানা গিয়েছে, একটি বৈঠকে এমনটাই ঠিক করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। 19 ফেব্রুয়ারির সমাবর্তনে ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা রয়েছে আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও।
কোরোনা আবহের জন্য 11 মাসেরও বেশি সময় ধরে সশরীরে পঠন-পাঠন বন্ধ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। তবে অনলাইনে ক্লাস চলছে। তাই পড়ুয়াদের শংসাপত্র ও প্রথা অনুযায়ী ছাতিমপাতা দেওয়ার জন্য 19 ফেব্রুয়ারি সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। রীতি অনুযায়ী আম্রকুঞ্জেই হবে এই অনুষ্ঠান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা রয়েছে আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তবে সশরীর উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিখাঞ্জ ও রাজ্যপাল জগদীপ ধনকরের। জানা গিয়েছে, সমাবর্তন অনুষ্ঠানে বিশ্বভারতীর তরফে আমন্ত্রণ জানানো হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও৷