বোলপুর, 27 ফেব্রুয়ারি:এবার 'অকাল' বসন্তোৎসব বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ৷ অন্তত এমনটাই জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ 3 মার্চ হবে এই উৎসব, যার নাম 'বসন্ত বন্দনা' (Basanta Vandana) ৷ এই অনুষ্ঠানের সূচি সোমবার প্রকাশ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । এবছর দোল 7 মার্চ ৷ অর্থাৎ তার আগে 3 মার্চ শান্তিনিকেতনে হবে বসন্তোৎসব । পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকা, কর্মীরাই শুধুমাত্র যোগ দিতে পারবেন এই অনুষ্ঠানে (Basanta Utsav at Visva Bharati) ৷
উল্লেখ্য, বিশ্বভারতীর বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সময়কালে 2019 সালে শেষবার বিশ্বভারতীতে সর্বজনীন বসন্তোৎসব হয়েছিল । 2020 সালে কোভিড পরিস্থিতির জন্য তা বন্ধ হয়ে গিয়েছিল ৷ তারপর থেকে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক সিদ্ধান্ত নিয়ে তৈরু হয়েছে বিতর্ক ৷ বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে পড়ুয়াদের সংঘাতও তৈরি হয় ৷ আশ্রমিক, প্রাক্তনী, কর্মী, অধ্যাপক-অধ্যাপিকাদের একাংশের সঙ্গেও দূরত্ব বাড়ে উপাচার্যের ।
বিশ্বভারতীর প্রকাশ করা অনুষ্ঠান সূচি রাজ্য সরকারের সঙ্গেও বর্তমানে সংঘাত চলছে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ৷ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষের জমি বিবাদ সেই সংঘাতে নয়া মাত্রা যোগ করেছে ৷ এতদিন পৌষমেলার পাশাপাশি বন্ধ ছিল বসন্তোৎসবও ৷ 2021 ও 2022 সালে উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা নিজেদের মধ্যেই এই উৎসব উদযাপন করেছিলেন ।
আরও পড়ুন: নয়া ভোটিং মেশিন বানিয়ে চমক আসানসোলের পাঁচ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার
এই পরিস্থিতিতে 7 মার্চ দোলের দিন বসন্তোৎসব করছে না বিশ্বভারতী কর্তৃপক্ষ । তার পরিবর্তে অকাল বসন্তোৎসব ঘোষণা করল বিশ্বভারতীর কর্মীপরিষদ ৷ ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, 2 মার্চ সন্ধ্যায় লোক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে । 3 মার্চ সকালে বৈতালিক আর 7টায় শোভাযাত্রা বেরবে ৷ অর্থাৎ, এবার বিশ্বভারতীর অকাল বসন্তোৎসব ঘোষণা করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । তবে এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে । কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকে দোলের দিন শান্তিনিকেতনে বসন্তোৎসব হয়ে আসছে । সেই প্রথা কার্যত উপেক্ষা করে এবার অকাল বসন্তোৎসব ঘোষণা বিশ্বভারতীর ।