পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Visva Bharati University: সাতজনের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিশ্বভারতীতে বনধ পড়ুয়াদের - demanding withdrawal of suspension of seven

সাত পড়ুয়ার সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিশ্বভারতী (Visva Bharati University) বন্ধ করল আন্দোলনকারীরা ৷ নিরাপত্তারক্ষীদের সঙ্গে চলে ধস্তাধস্তি ৷

বিশ্বভারতী
Visva Bharati University

By

Published : Jan 9, 2023, 2:25 PM IST

Updated : Jan 9, 2023, 3:14 PM IST

সাত পড়ুয়ার সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বনধ

বোলপুর, 9 জানুয়ারি: সাতজনের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিশ্বভারতী (Visva Bharati University) বন্ধ করে দিল আন্দোলনকারী পড়ুয়ারা । সকাল থেকে বনধের ডাক দেয় তাঁরা । সেই সময় বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় পড়ুয়াদের । নতুন করে উত্তেজনা ছড়ায় বিশ্বভারতীতে (Visva Bharati students call Bandh) ।

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakrabarty) একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে চার বছর ধরে একাধিকবার বিক্ষোভ ঘেরাও হয়েছে । এমনকী, উপাচার্যের রোষের মুখে পড়ে সাসপেণ্ড হতে হয়েছে বহু কর্মী, আধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকাকে । পাশাপাশি বহিষ্কার, সাসপেন্ড, শো-কজের মতো সাজা পেয়েছেন অনেক পড়ুয়ারা ।

প্রসঙ্গত, সদ্য উপাচার্য বিরোধী আন্দোলনে (Visva Bharati Agitation) নেতৃত্ব দেওয়ায় সোমনাথ সৌ নামে এক ছাত্রকে ভর্তি না-নেওয়া, মীনাক্ষী ভট্টাচার্য নামে এক ছাত্রীকে গবেষণাপত্র জমা দিতে না-দেওয়ার জন্য 24 দিন বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে ধরনা চলছিল । সেই সময় উপাচার্যের বাড়ির সামনে বিশৃঙ্খলার অভিযোগে সাতজন পড়ুয়াকে এক বছরের জন্য সাসপেণ্ড করা হয় । একইভাবে অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকেও বরখাস্ত করা হয়েছে ৷

অবিলম্বে সকলকে ক্যাম্পাসে ফেরাতে দফায় দফায় বিশ্বভারতীতে চলছে ছাত্র আন্দোলন । উপাচার্যের সিদ্ধান্তের বিরুদ্ধে এদিন সকাল থেকেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বনধের ডাক দেয় আন্দোলনকারী পড়ুয়ারা । বিশ্বভারতী সমস্ত ভবন, বিভাগ বন্ধ করে দেওয়া হয় । সেই সময় বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় আন্দোলনকারী পড়ুয়াদের । নতুন করে ফের উত্তপ্ত হয়ে ওঠে বিশ্বভারতী ।

আন্দোলনকারী পড়ুয়াদের মধ্যে শুভ নাথ বলেন, "সাতজন পড়ুয়াকে কেন এক বছরের জন্য সাসপেন্ড করা হল, কেন অধ্যাপককে বরখাস্ত করা হল, তাদের অবিলম্বে ফেরাতে হবে । তা না-হলে পরবর্তীতে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব ।"

আরও পড়ুন:সাত পড়ুয়ার সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বোলপুরে মিছিল এসএফআই'য়ের

উল্লেখ্য, অবিলম্বে সমস্ত সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে মিছিল করে বিক্ষোভ দেখায় এসএফআই । সেই মিছিলে ছিলেন এসএফআই-এর সর্বভারতীয় সম্পাদক ময়ূখ বিশ্বাস, রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, রাজ্য সভাপতি প্রতিকুর রহমান-সহ অন্যান্য রাজ্য নেতৃত্ব । বিক্ষোভ মিছিল শেষে বিশ্বভারতীর ছাত্র পরিচালককে ডেপুটেশন জমা দেয় এসএফআই । উপাচার্য বিরোধী ছাত্রদের এই আন্দোলনে পড়ুয়াদের পাশে থাকার বার্তা দেয় বাংলা সংস্কৃতি মঞ্চও ।

আরও পড়ুন:সাত পড়ুয়ার সাসপেনশন প্রত্যাহারের দাবিতে উপাচার্যের দফতর ঘেরাও করে বিক্ষোভ

Last Updated : Jan 9, 2023, 3:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details