পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নন-নেট ফেলোশিপের বকেয়া টাকা পাচ্ছেন বিশ্বভারতীর পড়ুয়ারা

তিন বছরের বেশি সময় ধরে বিশ্বভারতীতে দফায় দফায় আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন পড়ুয়াদের একাংশ ৷ শেষমেশ আজ ফেলোশিপের বকেয়া টাকা দেওযার সিদ্ধান্ত নিল বিশ্বভারতী ।

By

Published : May 17, 2020, 12:00 AM IST

ছবি
ছবি

শান্তিনিকেতন, 16 মে : নন নেট ফেলোশিপের বকেয়া টাকা দেবে বিশ্বভারতী কর্তৃপক্ষ। আজ এবিষয়ে ওয়েবসাইটে নোটিস দিয়ে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে ।

নন নেট ফেলোশিপের টাকা মিলছিল না ৷ এনিয়ে গত তিন বছরের বেশি সময় ধরে বিশ্বভারতীতে দফায় দফায় আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন পড়ুয়াদের একাংশ ৷ একাধিকবার বিশ্বভারতীর উপাচার্যের দপ্তরের সামনে বিক্ষোভ, ঘেরাও, জমায়েত করেন পড়ুয়ারা ৷ উপাচার্য, কর্মসচিবকেও স্মারকলিপি দেওয়া হয় ৷ অভিযোগ ছিল, কর্তৃপক্ষের তরফে বহুবার ফেলোশিপের টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে । কিন্তু কোনও লাভ হয়নি । কোনও ফেলোশিপ দেওয়া হয়নি ।

শেষমেশ 2016-17 ও 2018-19 সালের নন-নেট ফেলোশিপের বকেয়া টাকা দেবে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ আজ বিশ্বভারতীর ওয়েবসাইটে নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে । কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি পড়ুয়ারা৷

ABOUT THE AUTHOR

...view details