শান্তিনিকেতন, 30 অগস্ট : বিশ্বভারতীর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান মঞ্চে বিক্ষোভ ৷ এই বিক্ষোভে সামিল হলেন আলাপিনী মহিলা সমিতির ষাটোর্ধ্ব বৃদ্ধারা ৷ দীর্ঘদিন ধরে ঘর ফিরে পেতে এই সংগঠন লড়াই করছে ৷ বৃষ্টি উপেক্ষা করেই চলছে পড়ুয়াদের অবস্থান-বিক্ষোভ। আজ ফের বোলপুরের নাগরিক মঞ্চ-সহ বিশ্বভারতীর পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকা, আশ্রমিকরা সমবেতভাবে উপাচার্যের বিরুদ্ধে মিছিল করবেন ৷
গতকাল উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান মঞ্চে বিক্ষোভে সামিল হন আলাপিনী সমিতির ষাটোর্ধ্ব বৃদ্ধারা। প্রসঙ্গত, এই আলাপিনী মহিলা সমিতির ঘরে তালা দিয়ে দেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। দীর্ঘদিন ধরে ঘর ফিরে পেতে আন্দোলন চালিয়ে আসছেন এই সমিতির সদস্যরা। গত এক বছরে প্রায় 12 জন অধ্যাপক-অধ্যাপিকাকে সাসপেন্ড করেছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এছাড়া, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে অর্থনীতি বিভাগের দুই ছাত্র ও সঙ্গীতভবনের এক ছাত্রীকে ছয় মাসের জন্য সাসপেন্ড করা হয়। পরে সেই সাসপেনশন আরও তিন মাস বর্ধিত করা হয়। এরপরে ওই তিন পড়ুয়াকে তিন বছরের জন্য বহিষ্কার করা হয়। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়া, অধ্যাপকদের একটা বড় অংশ।
আরও পড়ুন : Visva-Bharati University : টানা দু‘রাত বাসভবনে ঘেরাও উপাচার্য, বৃষ্টি উপেক্ষা করেই চলছে বিক্ষোভ
কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভের পর শুক্রবার রাতে শান্তিনিকেতনে উপাচার্যের বাসভবন ‘পূর্বিতা’ ঘেরাও করা হয়। দুই রাত ধরে বাসভবন ঘেরাও হয়ে রয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বৃষ্টি উপেক্ষা করেই চলছে অবস্থান-বিক্ষোভ । অন্যদিকে, উপাচার্যের নিরাপত্তায় বিশ্বভারতীর নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে । আজ বোলপুরের নাগরিক মঞ্চ-সহ বিশ্বভারতীর পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকা, আশ্রমিকরা সমবেতভাবে উপাচার্যের বিরুদ্ধে মিছিল করবেন, এমনটাই গতকাল জানানো হয়েছে অবস্থান মঞ্চ থেকে।
1916 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় আশ্রমের ভিতরে গড়ে ওঠে ‘আলাপিনী মহিলা সমিতি’। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর আলাপিনী নামকরণ করেছিলেন। প্রতিমা দেবী থেকে শুরু করে ঠাকুরবাড়ির মহিলারা এই সমিতির সদস্যা ছিলেন। সমিতির উদ্যোগে ‘শ্রেয়সী’ নামক একটি মাসিক পত্রিকা প্রকাশিত হয়ে আসছে। এই পত্রিকাটির নামকরণও করেছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। তবে সমিতির নির্দিষ্ট কোনও ঘর ছিল না। বিভিন্ন জায়গায় সমিতির সভা বসত। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে ইন্দিরাদেবী চৌধুরানী এই সমিতির সদস্যা ছিলেন। 1956 সালে তিনি বিশ্বভারতীর উপাচার্য হন। তখন আশ্রমের ভিতর পাঠভবনের গায়ে আলাপিনী মহিলা সমিতির জন্য একটি ঘর দিয়েছিলেন। সেটি ছিল মাটির বাড়ি, খড়ের ছাউনি।
আরও পড়ুন : Sumit Mondal : বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন অনুব্রত মণ্ডলের ভাইপো সুমিত
বর্তমানে এই বাড়িতেই মাসে দু‘বার করে বসে মহিলা সমিতির সভা। আশ্রম শান্তিনিকেতনের বিভিন্ন সাংস্কৃতিক কাজকর্মের সঙ্গে যুক্ত এই সমিতি। কবির পত্নী থেকে শুরু করে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মা অমিতা সেনের মতন বিশিষ্টরা এখানের সদস্যা থেকেছেন।