বোলপুর, 5 মার্চ: মাটির তৈরি অসাধারণ ভাস্কর্য ৷ দেশরক্ষায় ভারতীয় সেনাবাহিনীর অবদান সংক্রান্ত এই ভাস্কর্য বানিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় স্তরে জাতীয় যুব প্রতিযোগিতায় সোনা জয় করলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র (Visva Bharati Student Wins Gold)। বেঙ্গালুরুর জৈন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত 36-তম আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় যুব প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বিশ্বভারতীর কলাভবনের ছাত্র প্রতাপ কুমার নন্দী । 2 ঘণ্টার মধ্যে মাটি দিয়ে ভাস্কর্য বানিয়ে দেশের সেরার তকমা ছিনিয়ে নেন তিনি ।
পূর্ব বর্ধমান জেলার গুসকরার বাসিন্দা প্রতাপ বিশ্বভারতীর কলাভবনের ভাস্কর্য বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ৷ এ বছর 24 থেকে 28 ফেব্রুয়ারি 36-তম আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় যুব প্রতিযোগিতার আসর বসে বেঙ্গালুরুর জৈন বিশ্ববিদ্যালয়ে ৷ একাধিক বিভাগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সেখানে অংশ নেওয়ার সুযোগ পায় ৷ ওড়িশার ভুবনেশ্বরে সদ্য আয়োজিত এই যুব প্রতিযোগিতার জোনাল স্তরে তৃতীয় হন প্রতাপ ৷ তারপরেই জাতীয় স্তরে অংশ নেওয়ার সুযোগ পান তিনি ৷ ভাস্কর্য প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট 24 জন প্রতিযোগী সুযোগ পেয়েছিলেন এখানে । তাদের মধ্যে প্রতাপই মাত্র 2 ঘণ্টা সময়ের মধ্যে ভাস্কর্য বানিয়ে সোনার মেডেল জয় করেন ৷
ভাস্কর্য প্রতিযোগিতায় প্রাপ্ত সার্টিফিকেট এই বিষয়ে সোনা জয়ী বিশ্বভারতী পড়ুয়া প্রতাপ কুমার নন্দী বলেন, "25 ফেব্রুয়ারি আমার প্রতিযোগিতা ছিল ৷ জোনাল স্তরে তৃতীয় হয়েছিলাম ৷ এরপর মূল পর্বে প্রথম হই । বিভাগীয় অধ্যাপকরা যথেষ্ট সহযোগিতা করেছিলেন । তাই হয় তো এই পর্যন্ত পৌঁছতে পেরেছি ৷ খুব ভালো লাগছে ।"
প্রসঙ্গত, বিশ্বভারতীর মধ্যে অন্যতম কলাভবন ৷ প্রকৃতির কোলে ভাস্কর্যের জন্য যা জগত বিখ্যাত ৷ প্রখ্যাত ভাস্কর্য বিশেষজ্ঞ রামকিঙ্কর বেইজ, নন্দলাল বসু, কেজি সুব্রমনিয়াম প্রমুখ ব্যক্তিদের শিল্পকর্ম শান্তিনিকেতন জুড়ে শিল্পকে সমৃদ্ধ করেছে ৷ এহেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি বিশ্বভারতীর এক পড়ুয়ার এহেন সোনার সাফল্যে খুশি শান্তিনিকেতন ৷
আরও পড়ুন :নেতাজিকে নিয়ে স্কুলছাত্রের 'অপূর্ব সৃষ্টি'