পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ETV Bharat Impact: ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারের পরই অমর্ত্য সেনকে জমি ফেরত চেয়ে বিতর্কে বিশ্বভারতী - শান্তিনিকেতন

বিশ্বভারতীর অভিযোগ, প্রতীচী বাড়ি যে জমির উপর সেই জমিতে 13 ডেসিমেল দখল করে রাখা ৷ সেই জমি ফেরত চেয়ে ফের অমর্ত্য সেনকে চিঠি দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ (Visva Bharati shoots letter to Amartya Sen) ৷

Visva Bharati shoots letter to Amartya Sen
Visva Bharati shoots letter to Amartya Sen

By

Published : Jan 24, 2023, 8:28 PM IST

Updated : Jan 24, 2023, 10:43 PM IST

বোলপুর, 24 জানুয়ারি: ফের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে (Amartya Sen) জমি ফেরত দেওয়ার জন্য চিঠি দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ (Visva Bharati University) । প্রসঙ্গত, ইটিভি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বভারতীর মান থেকে বর্তমান উপাচার্যের ভূমিকা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন ভারতরত্ন অমর্ত্য সেন ৷ তারপরই পুনরায় জমি ফেরত চেয়ে বিতর্কে বিশ্বভারতী কর্তৃপক্ষ । এদিন চিঠিতে অমর্ত্য সেনকে জমি জরিপের প্রস্তাবও দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

বিশ্বভারতী প্রতিষ্ঠায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম সঙ্গী ছিলেন অমর্ত্য সেনের দাদু পণ্ডিত ক্ষীতিমোহন সেন । সেই সময় শান্তিনিকেতনে একটি জায়গায় তাঁকে বসবাসের জন্য দেন স্বয়ং কবিগুরু । শান্তিনিকেতনের এই 'প্রতীচী' বাড়িতেই থাকতেন ক্ষীতিমোহন সেন । পরবর্তীতে তাঁর ছেলে আশুতোষ সেন । বর্তমানে থাকেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ৷ এমনকি, 'অমর্ত্য' নামকরণ স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন ৷ সাহিত্যে নোবেল পদক প্রাপক কবিগুরুর প্রতিষ্ঠিত বিশ্বভারতীতে পড়াশোনা করে অর্থনীতিতে নোবেল পান অমর্ত্য সেন ৷

অমর্ত্য সেনের বাড়ি

বিশ্বভারতীর বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী 'ভারতরত্ন' অমর্ত্য সেনের বিরুদ্ধে এক সময় বিশ্ববিদ্যালয়ের জমি দখলের অভিযোগ তুলেছিলেন ৷ যা নিয়ে নিন্দার ঝড় উঠেছিল দেশজুড়ে । প্রতিবাদে পথে মেনেছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ থেকে শুরু করে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অমর্ত্য সেনও তাঁর আইনজীবী মারফত বিশ্বভারতী কর্তৃপক্ষকে চিঠি দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, জমি দখলের অভিযোগ প্রমাণ করতে ৷ এই বিতর্কের মাঝেই প্রায় সময় অমর্ত্য সেনকে নিয়ে নানা মন্তব্য করতে শোনা গিয়ে বিশ্বভারতীর উপাচার্যকে ৷

অমর্ত্য সেন

সোমবার শান্তিনিকেতনের (Santiniketan) বাড়িতে বসে ইটিভি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে অমর্ত্য সেন বিশ্বভারতীর শিক্ষার মান নিয়ে উষ্মা প্রকাশ করেন ৷ পাশাপাশি, নগণ্য কারণে পড়ুয়াদের সাসপেন্ড প্রসঙ্গে উপাচার্য তথা বিশ্বভারতী কর্তৃপক্ষের আচরণের সমালোচনা করেন ৷ এরপরেই নতুন করে তাঁকে চিঠি দিয়ে 13 ডেসিমেল জমি ফেরত চাইল বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

অমর্ত্য সেনকে পাঠানো বিশ্বভারতীর চিঠি

বিশ্বভারতীর যুগ্ম কর্মসচিব অমর্ত্য সেনকে একটি চিঠি দেন । তাতে বলা হয়েছে 1943 সালের 27 অক্টোবর প্রয়াত আশুতোষ সেনকে সুরুল মৌজার অন্তর্গত একটি জমি ইজারা দেওয়া হয়েছিল ৷ তাতে 13 ডেসিমেল জমি অতিরিক্ত দখল হয়ে রয়েছে । পাশাপাশি, চিঠিতে আরও বলা হয়েছে, প্রয়োজনে বিশ্বভারতী কর্তৃপক্ষ অমর্ত্য সেনের আইনজীবীর উপস্থিতিতে যৌথভাবে জমি জরিপ করতে প্রস্তুত । অর্থাৎ, ফের বিশ্ববিদ্যালয়ের জমি দখল করে রেখেছেন অমর্ত্য সেন, এমনই অভিযোগ তুলে নতুন করে বিতর্কে বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

আরও পড়ুন:কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে বিস্ফোরক অমর্ত্য সেন

Last Updated : Jan 24, 2023, 10:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details