শান্তিনিকেতন, 15 জুলাই:এনআইআরএফ (National Institutional Ranking Framework) ব়্যাঙ্কিং'য়ে ব্যাপক অধঃপতন রবি ঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ৷ 2021-এ এনআইআরএফ ব়্যাঙ্কিংয়ে যেখানে 64-তে ছিল, সেখানে শুক্রবার প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে দেশের সেরা একশো বিশ্ববিদ্যালয়ের তালিকায় কোনওক্রমে টিকে রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ৷ নামতে নামতে এখন 98 নম্বরে (Visva-Bharati ranked 98th at latest NIRF ranking)।
এদিন এনআইআরএফ প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয় চতুর্থ স্থানে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে অষ্টমস্থানে রয়েছে, সেখানে কবিগুরুর স্বপ্নের বিশ্বভারতীর এই অধঃপতনে নিন্দার ঝড় সর্বত্র। যত দিন যাচ্ছে রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর শিক্ষার মান তলানিতে যাচ্ছে । গত দেড় বছরে বিশ্বভারতীতে রাজনীতি প্রবেশ করেছে। যা নিছকই ছাত্র রাজনীতি নয়। এছাড়া বিশ্বভারতী কর্তৃপক্ষের একাধিক সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ।