পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Visva Bharati on Aliah Incident : আলিয়ার মতো বিশ্বভারতীর ক্ষেত্রে রাজ্য পুলিশ সক্রিয় নয়, অভিযোগ কর্তৃপক্ষের - Latest News on Aliah University

আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে হেনস্থার ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে এক ছাত্রনেতাকে ৷ এই ঘটনা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ তাদের দাবি, আলিয়ার মতো বিশ্বভারতীর ক্ষেত্রে রাজ্য পুলিশ সক্রিয় নয় (Visva Bharati Raises Question on Role of Bengal Police over Student Agitation) ৷

visva-bharati-raises-question-on-role-of-bengal-police-over-student-agitation
Visva Bharati on Aliah Incident : আলিয়ার মতো বিশ্বভারতীর ক্ষেত্রে রাজ্য পুলিশ সক্রিয় নয়, অভিযোগ কর্তৃপক্ষের

By

Published : Apr 4, 2022, 3:13 PM IST

শান্তিনিকেতন, 4 এপ্রিল : ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল বিশ্বভারতী কর্তৃপক্ষ (Visva Bharati Raises Question on Role of Bengal Police over Student Agitation) ৷ কেন্দ্রীয় এই বিশ্ববিদ্যালয়ের তরফে তুলে ধরা হয়েছে আলিয়া বিশ্ববিদ্যায়ের উদাহরণ ৷ বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, আলিয়ার ক্ষেত্রে তড়িঘড়ি ব্যবস্থা নিলেও তাদের ক্ষেত্রে অভিযোগ করা সত্ত্বেও পুলিশ-প্রশাসন নীরব থাকে ৷

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রেক্ষিতে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এমনই অভিযোগ করল বিশ্বভারতী কর্তৃপক্ষ (Visva Bharati Issues a Press Release on Aliah University Incident) । পাশাপাশি আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিগ্রহের ঘটনায় রাজ্য সরকারের পদক্ষেপ প্রসঙ্গেও সাধুবাদ জানানো হয় বিজ্ঞপ্তিতে ৷ একইভাবে, বিশ্বভারতীর ছাত্র আন্দোলনের ক্ষেত্রে পুলিশকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানায় বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অশালীন ভাষায় হুমকি দেওয়ায় গ্রেফতার হয় বহিষ্কৃত তৃণমূল ছাত্র নেতা গিয়াসউদ্দিন মণ্ডল ৷ এই ঘটনার পরই একটি প্রেস বিজ্ঞপ্তি দেয় বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় । এই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকাকে সাধুবাদ জানানো হয় বিজ্ঞপ্তিতে ৷ পাশাপাশি বিশ্বভারতীর ক্ষেত্রে অভিযোগ পেয়েও পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা নেয় না, এমনও অভিযোগ তোলা হয় ৷

আলিয়া বিশ্ববিদ্যায়ের ঘটনার জেরে বিশ্বভারতীর বিজ্ঞপ্তি

প্রসঙ্গত, 26 দিন ছাত্র ধরে ছাত্র আন্দোলন চলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Student Agitation at Visva Bharati University) ৷ দফায় দফায় ঘেরাও করা হয় কর্মসচিব-সহ আধিকারিকদের ৷ আন্দোলন চলাকালীন পদত্যাগ করেন কর্মসচিব-সহ তিন আধিকারিক । এই ঘটনা উল্লেখ করে বিশ্বভারতী কর্তৃপক্ষ অভিযোগ করে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিষ্ক্রিয় থাকে ৷ পরবর্তীতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বভারতীর ক্ষেত্রেও রাজ্য সরকার যাতে সক্রিয় ভূমিকা নেয় সেই আর্জি জানানো হয় বিজ্ঞপ্তিতে ।

এই প্রসঙ্গে বিশ্বভারতীর তৃণমূল ছাত্র সংগঠনের নেত্রী মীনাক্ষী ভট্টাচার্য বলেন, "আলিয়ার ঘটনা নিন্দনীয় । কিন্তু বিশ্বভারতীতে ভদ্রস্থ ছাত্র আন্দোলন হয় গান গেয়ে ৷ এখানে আমাদের দাবি রাখা হয় মাত্র ৷ গুরুর সমান অধ্যাপক-অধ্যাপিকাদের পায়ে ধরে আমরা অনুরোধ করি । বন্দি করে অশালীন ভাষা বলি না ।"

এসএফআই-এর নেতা সোমনাথ সৌ বলেন, "উপাচার্য মিথ্যা অভিযোগ বরাবরই করে থাকেন ৷ আমরা এখানে খুবই শান্তিপূর্ণ আন্দোলন করে থাকি । আর পুলিশ ও আদালতের নির্দেশ যতবার এসেছে, আমরা সহযোগিতা করেছি ৷ তাই এই ধরনের অভিযোগ করে কোনও লাভ হবে না ।"

আরও পড়ুন :Student Agitation at Visva-Bharati : হস্টেল খোলা-সহ 3 দফা দাবিতে ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী

ABOUT THE AUTHOR

...view details