শান্তিনিকেতন, 4 এপ্রিল : ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল বিশ্বভারতী কর্তৃপক্ষ (Visva Bharati Raises Question on Role of Bengal Police over Student Agitation) ৷ কেন্দ্রীয় এই বিশ্ববিদ্যালয়ের তরফে তুলে ধরা হয়েছে আলিয়া বিশ্ববিদ্যায়ের উদাহরণ ৷ বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, আলিয়ার ক্ষেত্রে তড়িঘড়ি ব্যবস্থা নিলেও তাদের ক্ষেত্রে অভিযোগ করা সত্ত্বেও পুলিশ-প্রশাসন নীরব থাকে ৷
আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রেক্ষিতে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এমনই অভিযোগ করল বিশ্বভারতী কর্তৃপক্ষ (Visva Bharati Issues a Press Release on Aliah University Incident) । পাশাপাশি আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিগ্রহের ঘটনায় রাজ্য সরকারের পদক্ষেপ প্রসঙ্গেও সাধুবাদ জানানো হয় বিজ্ঞপ্তিতে ৷ একইভাবে, বিশ্বভারতীর ছাত্র আন্দোলনের ক্ষেত্রে পুলিশকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানায় বিশ্বভারতী কর্তৃপক্ষ ।
আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অশালীন ভাষায় হুমকি দেওয়ায় গ্রেফতার হয় বহিষ্কৃত তৃণমূল ছাত্র নেতা গিয়াসউদ্দিন মণ্ডল ৷ এই ঘটনার পরই একটি প্রেস বিজ্ঞপ্তি দেয় বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় । এই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকাকে সাধুবাদ জানানো হয় বিজ্ঞপ্তিতে ৷ পাশাপাশি বিশ্বভারতীর ক্ষেত্রে অভিযোগ পেয়েও পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা নেয় না, এমনও অভিযোগ তোলা হয় ৷