পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Visva-Bharati Professor Arrest : ছাত্রকে জাতি বৈষম্যমূলক মন্তব্য, গ্রেফতার বিশ্বভারতীর অধ্যাপক

ছাত্রকে জাতি বৈষম্যমূলক মন্তব্য করায় গ্রেফতার বিশ্বভারতীর অধ্যাপক সুমিত বসু (Visva-Bharati professor Sumit Basu arrested for making racist remarks to student) ৷ কলকাতা থেকে গ্রেফতার করা হয় তাঁকে ৷ উপাচার্য বিরোধী আন্দোলন চলাকালীন বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের ছাত্র সোমনাথ সৌকে রাস্তায় জাতি বৈষম্যমূলক ব্যঙ্গ করেন সুমিত বসু ।

Visva-Bharati Professor
Visva-Bharati Professor

By

Published : Apr 10, 2022, 8:25 PM IST

শান্তিনিকেতন, 10 এপ্রিল : ছাত্রকে জাতি বৈষম্যমূলক মন্তব্য করায় গ্রেফতার করা হল বিশ্বভারতীর অধ্যাপক সুমিত বসুকে (Visva-Bharati professor Sumit Basu arrested for making racist remarks to student) ৷ শান্তিনিকেতন থানার পুলিশের একটি বিশেষ দল এদিন কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করে । তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন বিশ্বভারতীর ছাত্র সোমনাথ সৌ ৷

অভিযোগ, উপাচার্য বিরোধী আন্দোলন চলাকালীন বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের ছাত্র সোমনাথ সৌকে রাস্তায় জাতি বৈষম্যমূলক ব্যঙ্গ করেন সুমিত বসু । তিনি বিশ্বভারতীর সঙ্গীত ভবনের মণিপুরী বিভাগের অধ্যাপক ৷ এই মর্মে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্র ।

সিউড়ি জেলা আদালত অধ্যাপক সুমিত বসুর জামিন খারিজ করে দিয়ে গ্রেফতারের নির্দেশ দেয় ৷ এই বিষয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অধ্যাপক । হাইকোর্ট তাঁর মামলা গ্রহণ করেনি ৷ এরপরেই এদিন শান্তিনিকেতন থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷

জানা গিয়েছে, পুলিশের একটি বিশেষ দল কলকাতা থেকে বিশ্বভারতীর অধ্যাপককে গ্রেফতার করে ৷ এই প্রসঙ্গে অভিযোগকারী ছাত্র সোমনাথ সৌ বলেন, "আমাকে নীচুজাতি বলে নানা কটূক্তি করেছিলেন । একজন অধ্যাপক হয়ে রাস্তায় দাঁড়িয়ে এই ধরনের কথা কীভাবে বলতে পারেন ৷ আমি থানায় অভিযোগ করেছিলাম ।"

আরও পড়ুন : CBI in Bagtui Massacre Probe : বগটুইকাণ্ডে সিবিআইয়ের জালে আরও এক, ধৃত বেড়ে 5

ABOUT THE AUTHOR

...view details