শান্তিনিকেতন, 19 জানুয়ারি : রাজ্য সরকারের তত্ত্বাবধানে অমর্ত্য সেনের বাড়ি 'প্রতীচী' জরিপ করার প্রস্তাব আগেই দিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ । এবার অমর্ত্য সেনকে তাঁর আইনজীবী মারফত সেই প্রস্তাবের চিঠি দিল বিশ্বভারতী । প্রস্তাবের নমুনা ই-মেল মারফত সংবাদমাধ্যমকে পাঠিয়েছেন বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার । এর আগে বিশ্বভারতীকে আইনজীবী মারফত আইনি পদক্ষেপ নেওয়ার নোটিস দিয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ । তার প্রেক্ষিতেই আইনজীবী মারফত বাড়ি জরিপের প্রস্তাব পাঠাল বিশ্বভারতী ।
আরও পড়ুন: বিশ্বভারতীর জমি দখল করার অধিকার কে দিয়েছে ? নাম না করে অমর্ত্য সেনকে আক্রমণ দিলীপের
শান্তিনিকেতনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি বহু পুরনো । যার নাম প্রতীচী । অমর্ত্য সেনের দাদু ক্ষিতিমোহন সেন বিশ্বভারতী প্রতিষ্ঠার সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহযোগী ছিলেন । পরে তিনি বিশ্বভারতীর দ্বিতীয় উপাচার্য হন । অন্যদিকে অমর্ত্য সেনের মা অমিতা সেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ছাত্রী ছিলেন । সেই আমল তৈরি প্রতীচী । যদিও অমর্ত্য সেন বিশ্বভারতীর জমি দখল করে রয়েছেন, সম্প্রতি এমন গুরুতর অভিযোগ আনে বিশ্বভারতী কর্তৃপক্ষ । যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয় । বিশ্বভারতীর আচরণের নিন্দা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর গত 16 জানুয়ারি বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সভাকক্ষে একটি সাংবাদিক বৈঠক ডেকেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ । সেই বৈঠকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে লেখা হয়েছিল, "বিশ্বভারতীর 1130 একর জমির মধ্যে 77 একর জমি বেআইনিভাবে দখল হয়ে গিয়েছে । অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি দখলের যে অভিযোগ বিশ্ববিদ্যালয় করেছে, তারও সহজ নিষ্পত্তি হতে পারে । যদি পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর থেকে সার্ভেয়র এনে জমির মাপ নেওয়া হয় । এই বিতণ্ডার স্থায়ী মীমাংসার জন্য যত দ্রুত সম্ভব তা করার জন্য বিশ্ববিদ্যালয় দাবি করছে ।" এবার এই প্রস্তাব অমর্ত্য সেনকে তাঁর আইনজীবী মারফত দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ । বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো অমর্ত্য সেনের আইনজীবী আর এল আঢ্যকে এই মর্মে ই-মেল করেছেন ।
আরও পড়ুন: রাজ্যের তত্ত্বাবধানে 'প্রতীচী' জরিপের প্রস্তাব
এর আগে অমর্ত্য সেন তাঁর আইনজীবী মারফত বিশ্বভারতীকে একটি নোটিস দিয়েছিলেন । তাতে বলা হয়েছিল, অমর্ত্য সেনের বিরুদ্ধে যে জমি দখলের অভিযোগ বিশ্বভারতী কর্তৃপক্ষ তুলছে, তা অবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে । না হলে বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে ৷