শান্তিনিকেতন, 1 ডিসেম্বর : ন্যাকের (National Assessment and Accreditation Council) রিপোর্টে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মান 'বি প্লাস' (B+)। চলতি বছরেও বিশ্ববিদ্যালয়ের মান বৃদ্ধি না হওয়ায় উপাচার্যকেই দায়ী করছেন পড়ুয়ারা ৷ 2015 সালে ন্যাকের মূল্যায়নে বিশ্বভারতীর মান যা ছিল, এবারও তাই রইল ৷ সম্প্রতি এনআইআরএফ (National Institutional Ranking Framework)-এর র্যাঙ্কিয়েও বিশ্বভারতীর মান তলানিতে এসে ঠেকেছে ৷
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নিয়ে গত এক দশক ধরেই নানান বিতর্ক চলছে ৷ 2015 সালে উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের সময়ও ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল (NAAC)-এর মূল্যায়নে ‘বি প্লাস’ পেয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ৷ যা নিয়ে নিন্দার ঝড় উঠেছিল শিক্ষামহলে । সম্প্রতি, এনআইআরএফ-এর র্যাঙ্কিংয়েও 50 থেকে নেমে 97 নম্বরে দাঁড়িয়েছিল বিশ্বভারতী ৷