পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Visva Bharati on Amartya & Mamata: ফের অমর্ত্য সেনকে জমি জরিপের প্রস্তাব ও মুখ্যমন্ত্রী সমালোচনা বিশ্বভারতীর

অমর্ত্য সেনকে ফের চিঠি পাঠাল বিশ্বভারতী (Visva Bharati) ৷ সঙ্গে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ফের মুখ্যমন্ত্রীকে আক্রমণও অব্যাহত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ৷ এই দুই বিষয়ে কী মনোভাব দেখাল বিশ্বভারতী ?

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায় ও অমর্ত্য সেন

By

Published : Feb 9, 2023, 7:38 PM IST

বোলপুর, 9 ফেব্রুয়ারি: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে (Amartya Sen) বৃহস্পতিবার ফের চিঠি দিয়ে জমি জরিপের প্রস্তাব দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ । এবারের চিঠিতে জমি জরিপের জন্য অমর্ত্য সেনের কাছে সময় চাইল বিশ্বভারতী । পাশাপাশি, পুনরায় একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সমালোচনা করলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় ।

প্রসঙ্গত, এর আগে ভারতরত্ন অমর্ত্য সেন যে জমি দখল করে রেখেছেন তা ফিরিয়ে দেওয়ার দাবিতে দু'টি চিঠি দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ । যা নিয়ে বিতর্ক তুঙ্গে । এমনকি, অমর্ত্য সেনের পাশে দাঁড়ানোয় মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ করতে দেখা গিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষকে ।

আরও পড়ুন :মুখ্যমন্ত্রীকে 'দায়িত্বজ্ঞানহীন' আখ্যা দিয়ে বিস্ফোরক বিশ্বভারতী কর্তৃপক্ষ

এর মধ্যে 16 জানুয়ারি অধ্যাপক অমর্ত্য সেন শান্তিনিকেতনে তাঁর 'প্রতীচী' বাড়িতে আসেন ৷ 24 জানুয়ারি বিশ্বভারতী কর্তৃপক্ষ নোবেলজয়ীকে একটি চিঠি দিয়ে বিস্ফোরক অভিযোগ করে । অর্থনীতিবিদ নাকি বিশ্বভারতীর 13 ডেসিমেল জমি দখল করে রেখেছেন ৷ সেই জমি ফেরত চেয়েই চিঠি দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ । যা নিয়ে বিতর্ক শুরু হয় । একইভাবে 27 জানুয়ারি একটি চিঠি দিয়ে যৌথভাবে অমর্ত্য সেনকে জমি জরিপ করার প্রস্তাব দেয় বিশ্বভারতী ।

অমর্ত্য সেনকে জমি জরিপের প্রস্তাব বিশ্বভারতীর

বিশ্বভারতীর চিঠির ভঙ্গিতে নিন্দার ঝড় উঠেছিল সর্বত্র । ভারতরত্ন অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শান্তিনিকেতনে নোবেলজয়ীর বাড়িতে এসে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, সমস্ত জমিই অমর্ত্য সেনের । এমনকি নাম না-করে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর তীব্র সমালোচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তারপরেই মুখ্যমন্ত্রী বেলাগাম আক্রমণ করে প্রেস বিজ্ঞপ্তি দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

আরও পড়ুন :জমি বিতর্কে জবাব অমর্ত্যের, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে ফের চিঠি বিশ্বভারতীর

এরপর 9 ফেব্রুয়ারি বৃহস্পতিবার ফের অমর্ত্য সেনকে একটি চিঠি দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ । চিঠিতে উল্লেখ করা হয়, বিশ্বভারতী কর্তৃপক্ষ অমর্ত্য সেনের দেওয়া সময় মতো আইনজীবীর উপস্থিতিতে জমি জরিপ করতে চায় । এই চিঠি দেওয়ার পাশাপাশি বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় একটি প্রেস বিজ্ঞপ্তিতে পুনরায় মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন । সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, "জমি-কেলেঙ্কারির জন্য আজ বিশ্বভারতী সংবাদপত্রে এবং অন্যান্য মিডিয়ার কেন্দ্রবিন্দু । বেশ কিছু বিখ্যাত বাঙালী বিশ্বভারতীর জমি কবজা করেছেন । যা বলার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন হয়ে বোলপুরে এলেন এবং প্রমাণ করার নিষ্ফল চেষ্টা করলেন যে বিশ্বভারতীর তথ্য ভুল । কাগজ দেখালেন । কীভাবে কাগজ তৈরি হয় তা নাই বা আলোচনা করলাম । তবে মাননীয়া কখনও যে তাঁর বক্তব্যের স্বপক্ষে জমি জরিপের কথা একেবারেই উল্লেখ করলেন না, কারণটা স্বাভাবিক । জমি জরিপ করলেই সঠিকভাবে বোঝা যাবে । বিশ্বভারতীর নথিপত্র ভুল বা রাজ্য সরকারের দাবি সঠিক । অতএব ওই পথে যাবার কথা একেবারেই উল্লেখ করলেন না । আমরা দৃঢ়ভাবে সবাইকে জানাতে চাই যে বিশ্বভারতীর জমি অনেকেই হরপ করেছেন ।"

এদিনের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "সদ্য মাননীয়া যা করলেন তা আমাদের চোখ খুলে দিয়েছে । একজন ব্যক্তিকে বাঁচাবার জন্য একটা বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানকে ছোট করার প্রবণতা আর যাই হোক সমালোচনার উর্দ্ধে নয় । এই সেই প্রতিষ্ঠান যা কি না সর্বশ্রেষ্ঠ বাঙালি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত । এই ধরনের পদক্ষেপ নেবার পিছনে হয়তো বা কোনও রাজনৈতিক উদ্দেশ্য আছে । কিন্তু যাই হোক, কারও সাদা চোখে এটা ধরা পড়ল না যে বিশ্বভারতী অনেক বড় এবং আমাদের সভ্যতার অঙ্গ । ব্যক্তি আজ আছে, কাল নেই । কিন্তু প্রতিষ্ঠান থাকবে । সেই বাস্তব সত্যটা জানানোর জন্য প্রয়োজন সেই শিশুকে যে বলবে - "রাজা ন্যাংটা"। আমরা সেই অপেক্ষায় থাকলাম ।"

আরও পড়ুন :'বিশ্বভারতীর উপাচার্যের ব্যবহার খারাপ', জমি প্রসঙ্গে আইনজীবীর চিঠি পাঠাবেন অমর্ত্য সেন

ABOUT THE AUTHOR

...view details