পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Visva Bharati: বিদ্যুতকে 6 পৃথক মামলায় তলব পুলিশের! রাজ্যের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য - শান্তিনিকেতন

বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক সিদ্ধান্ত, পদক্ষেপ, মন্তব্যের প্রেক্ষিতে বহু অভিযোগ ইতিমধ্য়েই দায়ের হয়েছে শান্তিনিকেতন থানায়। ছয়টি পৃথক মামলায় তাঁকে নোটিশ দিয়ে শান্তিনিকেতন থানায় তলব করা হয়েছে। অন্যদিকে, রাজ্য সরকারের সঙ্গে দূরত্ব কমাতে ও শান্তিনিকেতনের গরিমা ধরে রাখতে সবাইকে আহ্বানও জানিয়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2023, 6:51 PM IST

বোলপুর, 9 নভেম্বর: বিশ্বভারতীর বেশকিছু সমস্যাগুলির সমাধান সূত্র চেয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে চিঠি দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণ করে প্রথম সাংবাদিক বৈঠক করে জানালেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক। পাশাপাশি, রাজ্য সরকারের সঙ্গে দূরত্ব কমাতে ও শান্তিনিকেতনের গরিমা ধরে রাখতে সবাইকে আহ্বানও জানিয়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য। অন্যদিকে, মেয়াদ শেষ হতেই ছয়টি মামলায় নোটিশ দিয়ে বিদ্যুৎ চক্রবর্তীকে তলব করেছে শান্তিনিকেতন থানা।


বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক সিদ্ধান্ত, পদক্ষেপ, মন্তব্যের প্রেক্ষিতে বহু অভিযোগ ইতিমধ্য়েই দায়ের হয়েছে শান্তিনিকেতন থানায়। 8 নভেম্বর উপাচার্য পদে বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হয়েছে। এখনও তিনি সরকারি বাসভবনেই রয়েছেন। এদিন শান্তিনিকেতন থানার মহিলা অফিসারের নেতৃত্বে পুলিশ যায় সেই বাসভবনে ৷ জানা গিয়েছে, ছয়টি পৃথক মামলায় তাঁকে নোটিশ দিয়ে শান্তিনিকেতন থানায় তলব করা হয়েছে। আগামী 10 নভেম্বর থেকে পর পর তাঁকে হাজিরার তারিখ দেওয়া হয়েছে।


অন্যদিকে, দায়িত্বভার গ্রহণ করে কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম সাংবাদিক বৈঠক করেন ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক। তিনি জানান, ভারপ্রাপ্ত উপাচার্যের কী কাজ, এক্তিয়ার কতটা, সেটা তাঁর জানা নেই ৷ আর সে কারণে, তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে চিঠি দিয়ে বিস্তারিত জানতে চেয়েছেন বলেও জানান ভারপ্রাপ্ত উপাচার্য।


এদিন তিনি বলেন, "বিশ্বভারতীর সমস্ত সমস্যার সমাধান জানতে চেয়ে আমি মন্ত্রকে চিঠি দিয়েছি। তারা জানালেই আমি পদক্ষেপ নেব। তবে আমার সবিস্তরে মানুষের কাছে আবেদন শান্তিনিকেতনের ঐতিহ্য-সংস্কৃতি সকলেই ধরে রাখতে হবে ৷ যাতে আমরা বিশ্ব ঐতিহ্যের তকমা ধরে রাখতে পারি ৷ কোনও রকম বিশৃঙ্খলা কাম্য নয় ৷"


বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য আরও জানান, রাজ্য সরকারের সঙ্গে দূরত্ব যাতে কমে এবং বিশ্বভারতী যাতে সঠিক পথে চলে সেটাও তিনি করার চেষ্টা করবেন। পাশাপাশি পৌষমেলা কার্যত বন্ধ করে দিয়েছিলেন প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ সেই পৌষমেলা ফের আয়োজন করার চেষ্টা তিনি যে করবেন তারও ইঙ্গিত এদিন দিয়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য ৷

আরও পড়ুন:

বিদ্যুতের মেয়াদ শেষে 'শান্তি'-নিকেতনে, প্রাক্তন উপাচার্যের প্রতীকী মরদেহ নিয়ে মিছিল

বিদ্যুতের মেয়াদ শেষ, বিশ্বভারতীর নয়া ভারপ্রাপ্ত উপাচার্য হলেন সঞ্জয় মল্লিক

ABOUT THE AUTHOR

...view details