পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফেলোশিপের টাকা না পেয়ে বিক্ষোভরত পড়ুয়াদের মুখে "একলা চলো রে" - bolpur

গবেষণারত পড়ুয়াদের মধ্যে যারা ২০১৬ সালে রেজিস্ট্রেশন করেছে তাদের প্রায় দু'লাখেরও বেশি টাকা আটকে আছে। আর যারা ২০১৭ সালে রেজিস্ট্রেশন করেছে তাদেরও নননেট ফেলোশিপের প্রায় লাখ টাকা বকেয়া রয়ে গেছে। নননেট ফেলোশিপের বকেয়া টাকা না পেয়ে অবস্থান বিক্ষোভে বিশ্বভারতীর পড়ুয়ারা।

বিক্ষোভে পড়ুয়ারা

By

Published : Mar 17, 2019, 3:15 PM IST

শান্তিনিকেতন, ১৭ মার্চ : নননেট ফেলোশিপের বকেয়া টাকা না পেয়ে অবস্থান বিক্ষোভে বিশ্বভারতীর পড়ুয়ারা। আজ সকালে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রবীন্দ্র সংগীত গেয়ে বিক্ষোভ দেখায় তারা। অভিযোগ, দীর্ঘদিন ধরে ফেলোশিপের টাকা আটকে রয়েছে। এর সুরাহা না হলে বিক্ষোভ চলবে।

গবেষণারত পড়ুয়াদের মধ্যে যারা ২০১৬ সালে রেজিস্ট্রেশন করেছে তাদের প্রায় দু'লাখেরও বেশি টাকা আটকে আছে। আর যারা ২০১৭ সালে রেজিস্ট্রেশন করেছে তাদেরও নননেট ফেলোশিপের প্রায় লাখ টাকা বকেয়া রয়ে গেছে। এখন প্রতি মাসে ফেলোশিপের টাকা দেওয়া হচ্ছে। কিন্তু, পড়ুয়াদের দাবি তাদের বকেয়া টাকা দিচ্ছে না কর্তৃপক্ষ।

এবিষয়ে পড়ুয়াদের একজন জানায়, বিশ্বভারতী কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিয়েছেন বকেয়া টাকা দিয়ে দেওয়া হবে। কিন্তু, না দেওয়ায় গবেষণারত পড়ুয়ারা বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে বসে। "যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে" গান গাইতে গাইতে বিক্ষোভ দেখায় তারা। যদিও, এই বিষয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব সৌগত চট্টোপাধ্যায় কোনও মন্তব্য করতে চাননি।

ABOUT THE AUTHOR

...view details