মল্লারপুর, 3 সেপ্টেম্বর: তৃণমূল ছাত্র পরিষদ ছাড়া অন্য কোনও দল করা যাবে না । অন্য দলের সোশাল মিডিয়া গ্রুপে যুক্ত হওয়া যাবে না । যুক্ত হলে কলেজের সব ছেলেমেয়েদের একটি রুমে ঢুকিয়ে সেখান থেকে সবাইকে গ্রুপ থেকে লেফট করা হবে ৷ ঠিক এইভাবেই সোশাল মিডিয়ায় ভয়েস রেকর্ড পোস্ট করলেন তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা । আর তাতেই বিতর্ক সৃষ্টি হয়েছে ৷ জানা গিয়েছে ওই নেতার নাম নাজমুল হোসেন । তিনি বীরভূমের মল্লারপুর টুরকু হাঁসদা লাপসা হেমব্রম কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সভাপতি ।
টিএইচএলএইচএম স্টুডেন্ট ইউনিট নামে ওই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের একটি হোয়াটস অ্যাপ গ্রুপ রয়েছে । সেই গ্রুপে ভয়েস রেকর্ডিং পোস্ট করেন নাজমুল হোসেন নামে ওই ছাত্র নেতা । সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, "গ্রুপে যারা আছেন ফাস্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ভাই-বোন সকলকে বলছি অন্য কোনও গ্রুপে ঢুকবে না । এসএফআই বা বিজেপির যে কোনও গ্রুপে ঢুকবে না । পেলাম ঢুকে গেলাম এটা শুনব না । তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে । স্পষ্ট করে বলছি । তোমাদের সঙ্গে বারোমাস থাকব আর তোমরা আলতু-ফালতু গ্রুপে ঢুকবে ৷ টিএমসিপি ছাড়া সমস্ত গ্রুপ থেকে লেফট হয়ে যাও । না হলে একটা রুমে ছেলেমেয়ে সকলকে ভরে গ্রুপ থেকে লেফট করাব । স্পষ্টভাবে জানিয়ে দিলাম । কলেজ ভোট আসছে । কলেজে একটাই দল থাকবে তৃণমূল ছাত্র পরিষদ । কলেজে একটাই ঝান্ডা উড়বে । এর বাইরে আর কিছু হবে না ৷"
এই বিষয়ে অভিযুক্ত ছাত্রনেতাকে জিজ্ঞাসা করা হলে তিনি স্বীকার করেন যে এটা তাঁরই বক্তব্য ৷ কিন্তু এটাকে তিনি হুমকি মানতে রাজি নন ৷ তাঁর কথায়, "বাড়ির ছোট ভাইবোনরা ভুল কাজ করলে যেমন বলা হয় এই রেকর্ডেও তেমনই বলা হয়েছে ৷ এটা কোনও হুমকি নয় ৷ বিরোধীরা অভিযোগ করেছে ঠিকই কিন্তু কলেজের অন্য কোনও ছেলেমেয়ে তো অভিযোগ করেনি ৷"