পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Drinking Water Crisis: অঞ্চল সভাপতির পদ যেতেই গ্রামে বন্ধ পানীয় জল সরবরাহ, সমস্যায় সাধারণ মানুষ

তৃণমূল নেতা অঞ্চল সভাপতির পদ খোয়াতেই গ্রামে বন্ধ হয়েছে পানীয় জল সরবরাহ ৷ বেজায় বিপাকে গ্রামের প্রায় ন'শো পরিবার ৷

Drinking Water
পানীয় জল সরবরাহ

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 8:43 PM IST

অঞ্চল সভাপতির পদ যেতেই গ্রামে বন্ধ পানীয় জল সরবরাহ

রামপুরহাট, 2 সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেস নেতাকে অঞ্চল সভাপতির পদ থেকে বহিষ্কার করতেই গ্রামে বন্ধ করে দেওয়া হল পানীয় জল সরবরাহ । জল বন্ধ করে দেওয়ার কথা স্বীকার করেছেন খোদ বহিষ্কৃত শাসকদলের নেতা । ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট 1 নম্বর ব্লকের আয়াস গ্রাম পানিসাইল গ্রামে ।

গ্রামের বাসিন্দাদের অভিযোগ, যে ব্যক্তি জল সরবরাহ করতেন তিনি তৃণমূল কংগ্রেসের আয়াস অঞ্চল সভাপতির ঘনিষ্ঠ । দল বিরোধী কাজ করার অভিযোগে 12 অগস্ট আকবর আলমকে অঞ্চল সভাপতির পদ থেকে অপসারণ করে তৃণমূল কংগ্রেস । আকবর আলমকে অঞ্চল সভাপতির পদ থেকে অপসারণ করার কারণেই গ্রামে জল সরবরাহ বন্ধ করে দিয়েছেন তিনি । এ দিকে জল সরবরাহ বন্ধ করে দেওয়ার বিষয়ে আকবর আলমের সাফ জবাব, "আমার জন্যই গ্রামে জল সরবরাহ করত সে । এখন আমি নেই, তাই জল সরবরাহ বন্ধ করে দিয়েছে । গ্রামবাসীরা খানিক কষ্ট পাক । তারপর জল খাওয়ানো হবে ।" স্থানীয় বাসিন্দা আবদুল আলিম খান বলেন, "আমাদের খুব জল কষ্ট ৷ আমরা 15 দিন ধরে খাওয়ার জল পাচ্ছি না ৷ এখন আমাদের কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত ৷ সদস্যকে বলে কোনও লাভ হয়নি ৷"

আরও পড়ুন:পানীয় জলের দাবিতে ইসিএলের গাড়ি আটকে অবরোধ স্থানীয়দের

জানা গিয়েছে, রামপুরহাট 1 নম্বর ব্লকের আয়াস গ্রাম পঞ্চায়েতের পানিসাইল গ্রামে প্রায় ন'শো পরিবারের বসবাস । পঞ্চায়েতের বরাদ্দ টাকায় গ্রামে পানীয় জলের পাইপলাইন বসিয়ে ট্যাপ কল লাগানো হয়েছিল । গ্রামের এক ব্যক্তি তাঁর ব্যক্তিগত সবমারসেবল থেকে সেই পাইপ লাইনের মাধ্যমে দীর্ঘদিন ধরে গ্রামে জল সরবরাহ করতেন । এর পারিশ্রমিক হিসাবে পঞ্চায়েতের নির্দেশে বাড়ি পিছু 80 টাকা করে পেতেন ওই ব্যক্তি । কিন্তু পনেরো দিন আগে হঠাৎ করেই তিনি সেই জল সরবরাহ বন্ধ করে দিয়েছেন । আর তাতেই সমস্যার পড়েছেন গ্রামের বাসিন্দারা ।

ABOUT THE AUTHOR

...view details