শান্তিনিকেতন, 1 সেপ্টেম্বর : টানা কয়েক দিন ধরে ঘেরাও হয়ে রয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ এবার তাই কর্মী, আধিকারিক ও অধ্যাপকদের বেতন বন্ধ করে দিলেন তিনি ৷ এমনকী, বিশ্বভারতীর অস্থায়ী কর্মী, নিরাপত্তারক্ষী ও পেনশনভোগীদের টাকাও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ অধ্যাপকদের বক্তব্য, ছাত্র আন্দোলনকে কাঠগড়ায় তুলতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন কাণ্ড ঘটানো হয়েছে ৷ তাঁরা জানান, বেতন প্রক্রিয়ায় সশরীরে উপাচার্যের উপস্থিত থাকার প্রয়োজন হয় না ৷ অন্যদিকে উপাচার্যের দাবি, ছাত্র আন্দোলনের জেরে গত কয়েক দিন ধরে নাকি খাবারই পাচ্ছেন না তিনি ! এমনকী, বিষয়টি নিয়ে আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও পাঠিয়েছেন বিদ্যুৎ ৷ যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলেই পাল্টা দাবি করেছেন আন্দোলনকারীরা ৷ তবে উপাচার্যের অভিযোগ সামনে আসায় বুধবার উপাচার্যের বাড়ির দরজায় দুধ, কলা-সহ বিভিন্ন খাদ্যসামগ্রী পৌঁছে দেন তাঁরা ৷ কিন্তু, সেসব কেউ ছুঁয়েও দেখেননি ৷
আরও পড়ুন :Visva-Bharati University : উপাচার্যের নিরাপত্তায় পুলিশ মোতায়েন বিশ্বভারতীতে
গত 27 অগস্ট থেকে শান্তিনিকেতনে বিশ্বভারতীর উপাচার্যের বাসভবন ‘পূর্বিতা’ ঘেরাও করে চলছে বিক্ষোভ ৷ উল্লেখ্য, গত এক বছরে বিশ্বভারতীর 12 জন অধ্যাপক ও অধ্যাপিকাকে সাসপেন্ড করা হয়েছে ৷ এছাড়া, সম্প্রতি অর্থনীতি বিভাগের দুই ছাত্র ও সঙ্গীত ভবনের এক ছাত্রীকেও তিন বছরের জন্য বহিষ্কার করা হয় ৷ এরপরই উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী ৷ উপাচার্যের বাড়ির সামনে অবস্থান মঞ্চ তৈরি করে বাড়িতেই ঘেরাও করে রাখা হয় উপাচার্যকে ৷ ঘটনা ঘিরে ক্রমশ চড়ছে রাজনীতির পারদও ৷ একদিকে, বাম-সহ বিজেপিবিরোধীরা এই আন্দোলনকে প্রকাশ্যেই সমর্থন জানাচ্ছেন ৷ অন্যদিকে, বিজেপির তরফে শিক্ষাপ্রতিষ্ঠানে গুন্ডামির অভিযোগ করা হচ্ছে ৷