ইলামবাজার, 27 এপ্রিল : BJP-র কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে । ঘটনাটি বীরভূমের ইলামবাজার এলাকার । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ।
ইলামবাজারে BJP কার্যালয়ে ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল - ilambazar
ইলামবাজারের তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে মিছিল বের করে BJP-র কার্যালয়ে হামলা চালাল তৃণমূল কর্মীরা ।
আজ ইলামবাজারের তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে মিছিল বের করে তৃণমূল । ইলামবাজার থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে BJP কার্যালয় । মিছিল সেই কার্যালয়ের সামনে আসতেই মিছিল থেকে হাতে বাঁশ, লাঠি নিয়ে কার্যালয়ে হামলা চালায় তৃণমূল কর্মীরা । কার্যালয়ের চেয়ার, টেবিল ও আসবাবপত্র ভেঙে দেয় । হামলা হতে দেখেই কার্যালয় ছেড়ে পালিয়ে যায় BJP কর্মীরা।
আর মাত্র ৪৮ ঘণ্টা পর চতুর্থ দফার নির্বাচন । তার আগে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে । BJP নেতারা পুলিশের দ্বারস্থ হয়েছেন । হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।