পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Visva Bharati University: দূরদর্শন কেন্দ্রের সামনে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা বিশ্বভারতীতে - পাঁচিল নিয়ে এলাকাবাসী ও বিশ্বভারতীর বিবাদ

ফের অশান্ত বিশ্বভারতী ৷ দূরদর্শন কেন্দ্রের সামনের রাস্তায় প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা (Visva-Bharati University)। স্থানীয় সুরশ্রী পল্লীর রাস্তায় প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ ৷

Visva Bharati University
পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা বিশ্বভারতীতে

By

Published : Nov 10, 2022, 4:37 PM IST

বোলপুর, 10 নভেম্বর :ফের দূরদর্শন কেন্দ্রের সামনের রাস্তায় প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে বিশ্বভারতীতে চাঞ্চল্য (Visva-Bharati University)। বিশ্বভারতী কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ এই রাস্তায় প্রাচীর দিতে বাধা দেন সুরশ্রীপল্লীর বাসিন্দারা ৷ খবর পেয়েই বিশ্বভারতীর উপাচার্য কর্মী, আধিকারিক, অধ্যাপক, নিরাপত্তারক্ষীদের সঙ্গে ঘটনাস্থলে আসেন। প্রাচীর দিতে বাধা দিয়ে পথ অবরোধ করে বাসিন্দারা। প্রসঙ্গত, এর আগেও এই এলাকায় প্রাচীর দেওয়া হয়েছিল, প্রশাসন সেই প্রাচীর ভেঙে দিয়েছিল।

শান্তিনিকেতনে দূরদর্শন কেন্দ্রের সামনে রাস্তাটি বোলপুর লালপুল, সুরশ্রীপল্লী থেকে লজের মোড়, শান্তিনিকেতন থানার রাস্তার যোগাযোগ স্থাপন করে। এই রাস্তায় এর আগেও প্রাচীর তুলে দিয়েছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। রাস্তা মৌলিক অধিকার, তাই বাসিন্দাদের অসুবিধার কথা মাথায় রেখে তৎকালীন জেলাশাসক এসে প্রাচীর ভাঙার নির্দেশ দেন।

দূরদর্শনকেন্দ্রের সামনে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে বিশ্বভারতী ও এলাকাবাসীর বিবাদ

আরও পড়ুন: এসএসসি নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের চার্জশিটে 12 জনের নাম

ফের বৃহস্পতিবার সকালে এই রাস্তায় প্রাচীর দিতে আসেন বিশ্বভারতীর কর্মীরা ৷ এরপরেই বিক্ষোভ দেখান সুরশ্রীপল্লীর বাসিন্দারা ৷ খবর পেয়েই বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী কর্মী, আধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকা, নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন। কথা বলেন এলাকাবাসীর সঙ্গে ৷ প্রাচীর দিতে বাধা দিয়ে রাস্তায় বসে পড়েন বসসিন্দারা ৷ তাদের দাবি, অযথা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটিতে প্রাচীর তুলে দিচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে বিশ্বভারতীর উপাচার্য কোনও মন্তব্য করতে চাননি ৷

ABOUT THE AUTHOR

...view details