বোলপুর, 10 নভেম্বর :ফের দূরদর্শন কেন্দ্রের সামনের রাস্তায় প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে বিশ্বভারতীতে চাঞ্চল্য (Visva-Bharati University)। বিশ্বভারতী কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ এই রাস্তায় প্রাচীর দিতে বাধা দেন সুরশ্রীপল্লীর বাসিন্দারা ৷ খবর পেয়েই বিশ্বভারতীর উপাচার্য কর্মী, আধিকারিক, অধ্যাপক, নিরাপত্তারক্ষীদের সঙ্গে ঘটনাস্থলে আসেন। প্রাচীর দিতে বাধা দিয়ে পথ অবরোধ করে বাসিন্দারা। প্রসঙ্গত, এর আগেও এই এলাকায় প্রাচীর দেওয়া হয়েছিল, প্রশাসন সেই প্রাচীর ভেঙে দিয়েছিল।
শান্তিনিকেতনে দূরদর্শন কেন্দ্রের সামনে রাস্তাটি বোলপুর লালপুল, সুরশ্রীপল্লী থেকে লজের মোড়, শান্তিনিকেতন থানার রাস্তার যোগাযোগ স্থাপন করে। এই রাস্তায় এর আগেও প্রাচীর তুলে দিয়েছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। রাস্তা মৌলিক অধিকার, তাই বাসিন্দাদের অসুবিধার কথা মাথায় রেখে তৎকালীন জেলাশাসক এসে প্রাচীর ভাঙার নির্দেশ দেন।