সিউড়ি, 14 এপ্রিল:দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট । বছর ঘুরলেই লোকসভা নির্বাচন । দু'য়ের প্রাক্কালে বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ গরুপাচার কাণ্ডে সম্প্রতি গ্রেফতার হয়েছেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল । লালমাটিতে কার্যত ব্যাকফুটে তৃণমূল । তারপরেই জেলার দায়িত্ব নিয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । ফলে সিউড়ির সভা থেকে শাহি বার্তার দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ৷ ইতিমধ্যে চূড়ান্ত প্রস্তুতি প্রায় শেষ ৷ কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে সভাস্থল থেকে শুরু করে সিউড়ি শহরের আশপাশ । 40 ডিগ্রি তাপমাত্রায় বঙ্গ রাজনীতির উত্তাপ কতটা বাড়ে, সেটাই এখন দেখার ৷
গরুপাচার মামলায় দিল্লির তিহাড় জেলে বন্দি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । তাঁকে পদে বহাল রেখে জেলার সাংগঠনিক রাশ ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাই এই জেলার প্রতি বাড়তি নজর বিজেপি'র ৷ সদ্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পরে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই জেলায় সভা-মিছিল করেছেন ৷ এবার বঙ্গ সফরে এসে সিউড়িতে সভা করবেন বিজেপির 'চাণক্য' ৷