শান্তিনিকেতন, 26 অক্টোবর : ওয়ার্ল্ড হেরিটেজ-এর তালিকাভুক্ত হতে চলেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva-Bharati University) । বিশ্বভারতীর ঐতিহ্যবাহী স্থানগুলো ঘুরো দেখলেন ইউনেসকোর প্রতিনিধি দল । সঙ্গে ছিলেন ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের প্রতিনিধিরা ৷ বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে স্বল্প দৈর্ঘ্যের বৈঠকও করেন দুই দলের প্রতিনিধিরা । বিশ্বভারতী বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হবে কিনা, তা খতিয়ে দেখে ইউনেসকো ৷
বিশ্বভারতীকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ-এর তালিকাভুক্ত করার জন্য আবেদন করেছিল কর্তৃপক্ষ । সেই মতো সোমবার বিশ্বভারতীতে আসে ইউনেসকোর 7 সদস্যের প্রতিনিধি দল ৷ সঙ্গে ছিলেন ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের প্রতিনিধিরা । প্রথমে কেন্দ্রীয় কার্যালয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে বৈঠক করেন তাঁরা ৷ পরে বিশ্বভারতী ঐতিহ্যবাহী স্থান উপাসনাগৃহ, সিংহসদন, শান্তিনিকেতন গৃহ, তালধ্বজ, কলাভবন, সঙ্গীতভবন, আম্রকুঞ্জ, রবীন্দ্রভবন-সহ আশ্রম চত্বর ঘুরে দেখেন ৷ সঙ্গে ছিলেন বিশ্বভারতীর আধিকারিকরা ।
Visva-Bharati University : ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্তির সম্ভাবনা বিশ্বভারতীর - বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Visva-Bharati University) ঘুরে দেখল ইউনেসকোর (UNESCO) প্রতিনিধি দল ৷ ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশ্ববিদ্যালয়ে ৷ সেই লক্ষ্যে আগেভাগেই একাধিক ভবন, স্থাপত্য ইত্যাদির সংস্কার শুরু করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ ।
Visva-Bharati University
ইতিমধ্যেই 3 কোটি টাকা ব্যয় করে ঐতিহ্যবাহী স্থান, ভবন, স্থাপত্যগুলির সংস্কার শুরু করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ । এখন বিশ্ববিদ্যালয়কে ওয়ার্ল্ড হেরিটেজ-এর তালিকাভুক্ত করা যাবে কিনা সেই সিদ্ধান্ত নেবে ইউনেস্কো ।
আরও পড়ুন : Visva Bharati: বিশ্বভারতীর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্তির সম্ভাবনা, আসছেন ইউনেসকোর প্রতিনিধিরা