শান্তিনিকেতন, 16 ডিসেম্বর: আর মাত্র সাত দিন বাকি । আদৌ কি পৌষমেলা হবে? সংশয় রয়েছে এখনও ৷ ব্যবসায়ীদের সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষের দফায় দফায় আলোচনা হলেও মেলেনি সমাধান সূত্র । অন্যদিকে, নিজেরাই মেলা করবে বলে হুঁশিয়ারি দিয়েছে বোলপুর ব্যবসায়ী সমিতি ।
24 ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা ৷ কিন্তু, এখনও পর্যন্ত ফাঁকা মেলার মাঠ ৷ স্টল তৈরির কাজ শুরু হয়নি । প্রতি বছর 1700 থেকে 1800 টি স্টল বসে মেলায় ৷ কিন্তু এবার এখনও পর্যন্ত মাত্র 200 জন অনলাইনে স্টল দেওয়ার জন্য প্লট বুক করেছে বলে জানা গেছে ৷ বোলপুর ব্যবসায়ী সমিতির দাবি, প্লট বুকিংয়ের ভাড়া ৭০ শতাংশ কমানো হোক ৷ পুরোনো ব্যবসায়ীদের অনলাইনের মাধ্যমে আগে স্টল দেওয়ার জন্য আবেদনের সুযোগ দেওয়া হোক ৷ সিকিউরিটি মানি মকুব করা হোক । এই নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে ব্যবসায়ীদের দফায় দফায় বৈঠক হয় । কিন্তু, এখনও পর্যন্ত কোনও সমাধান হয়নি ।