মাড়গ্রাম, 5 ফেব্রুয়ারি: বীরভূমের মাড়গ্রামে বোমা বিস্ফোরণের জেরে মৃতের সংখ্যা বেড়ে হল 2 ৷ এই বিস্ফোরণের ঘটনায় শনিবার রাতেই মৃত্যু হয়েছিল নিউটন শেখ নামে এক তৃণমূল কর্মীর । রবিবার দুপুরে কলকাতার এসএসকেএম হাসপাতালে প্রাণ হারান লাল্টু শেখ ৷ 1 নম্বর মাড়গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রধান ভুট্টো শেখের ভাই এই লাল্টু শেখ ৷ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা বলে স্থানীয় সূত্রে খবর ৷ এই খুনের ঘটনায় অভিযুক্ত সুজাউদ্দিন শেখ, তার দুই ছেলে-সহ মোট 6 জনকে গ্রেফতার করেছে মাড়গ্রাম থানার পুলিশ (Margram bomb blast) ।
তবে এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে ঘটেছে বলে স্থানীয় একটি সূত্র দাবি করলেও, মৃত নিউটন শেখের স্ত্রী ফিরদৌসী বিবি ও তাঁর আত্মীয়দের দাবি, কংগ্রেসের কয়েকজন কর্মী মিলে নিউটনদের উপর বোমা ছোড়ে ৷ ঘটনার সঙ্গে মোট 10-12 জন যুক্ত বলে দাবি নিউটন শেখের পরিবারের ৷ এলাকার বেশ কয়েকজন কর্মীর নামও নিয়েছেন তাঁরা ৷ ফিরদৌসী বিবির দাবি, তাঁর স্বামী বেশ কয়েকদিন ধরেই প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছিল ৷