পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নানুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজি, আহত 2

কোন গোষ্ঠী বেশি ভোটে লিড দেবে এই নিয়ে শুরু হয় বচসা ৷ তার জেরেই গতকাল মাঝরাত থেকে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে চলে বোমাবাজি ৷ যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

উদ্ধার হওয়া তাজা বোমা

By

Published : May 1, 2019, 2:08 PM IST

নানুর, 1 মে : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত নানুরের গোপডিহি গ্রাম ৷ গতকাল মাঝরাত থেকে চলছে দু'পক্ষের মধ্যে দফায় দফায় বোমাবাজি ৷ যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ সকালে গ্রামে ঢুকতে না পারলেও পরে এলাকায় পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে ৷

ভোটের দিন থেকে BJP-তৃণমূল এলাকায় চলছিল সংঘর্ষ ৷ ভোট পরবর্তী হিংসাও অব্যাহত ছিল ৷ কোন গোষ্ঠী বেশি ভোটে লিড দেবে এই নিয়ে শুরু হয় বচসা ৷ তার জেরেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে চলে বোমাবাজি ৷

নানুরের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য ও জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ করিম খানের গোষ্ঠীর লোকজনের মধ্যে শুরু হয় বোমাবাজি ৷ দফায় দফায় গ্রামের রাস্তায় চলে বোমাবাজি ৷ দু'পক্ষের বাড়িও ভাঙচুর করা হয় ৷ আজ সকালে গ্রামের রাস্তা থেকে উদ্ধার হয়েছে একটি তাজা বোমা ৷

ঘটনায় দু'জন আহত হয়েছে বলে জানা গেছে ৷ তাদের নানুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details