নানুর, 1 মে : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত নানুরের গোপডিহি গ্রাম ৷ গতকাল মাঝরাত থেকে চলছে দু'পক্ষের মধ্যে দফায় দফায় বোমাবাজি ৷ যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ সকালে গ্রামে ঢুকতে না পারলেও পরে এলাকায় পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে ৷
ভোটের দিন থেকে BJP-তৃণমূল এলাকায় চলছিল সংঘর্ষ ৷ ভোট পরবর্তী হিংসাও অব্যাহত ছিল ৷ কোন গোষ্ঠী বেশি ভোটে লিড দেবে এই নিয়ে শুরু হয় বচসা ৷ তার জেরেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে চলে বোমাবাজি ৷