পাড়ুই, 24 জানুয়ারি : গ্রাম দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হল বীরভূমের পাড়ুই থানার কেন্দ্রডাঙ্গালে (two groups of tmc bombing against each other at birbhum) ৷ পাশাপাশি বোমাবাজিও হয়েছে বলে অভিযোগ ৷
গ্রামবাসীদের দাবি, আদি তৃণমূলের সঙ্গে সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া নেতা-কর্মীদের মধ্যে শুরু হয় সংঘর্ষ (TMC Inner Clash) । গ্রামের রাস্তায় চলে ব্যাপক বোমাবাজি, বাইক ভাঙচুর, মারধর (Bombing at Birbhum) । গ্রামের তৃণমূল সভাপতি রবিউল শেখের গোষ্ঠীর সঙ্গে হানিফ শেখের গোষ্ঠীর মধ্যেই এই গোলমাল হয় ৷
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাড়ুই থানার পুলিশ । পুলিশের সামনেই গ্রামের মাঠে চলে বোমাবাজি বলে অভিযোগ । গ্রামে উত্তেজনা থাকায় চলছে পুলিশি টহল । ।