ইলামবাজার, 14 ডিসেম্বর : ছাগলে মাঠের ধান খেয়ে নেওয়াকে কেন্দ্র তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়াল বীরভূমের ইলামবাজারে (two groups of tmc allegedly fight with each other at ilambazar) । কার্যত রণক্ষেত্রের রূপ নেয় গ্রামের মাঠ । আহত হন দু’পক্ষের প্রায় 8 জন ।
ঘটনাটি ইলামবাজার থানার পাইকুনি ও নৃপতি গ্রামের ৷ পুলিশের সামনেই বাঁশ লাঠি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ চলতে থাকে বলে অভিযোগ ৷ মাঠের ধানও লুঠ করা হয় বলে গ্রামবাসীদের দাবি । মাথা ফেটে, হাত-পায়ে আঘাত লেগে রক্তাক্ত অবস্থায় দু’পক্ষের 6 জনকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
ইলামবাজার থানার নৃপতি গ্রামের মাঠের ধান পাইকুনি গ্রামের ছাগল খেয়ে নেয় ৷ এই অভিযোগ কয়েক দিন ধরেই ছিল বলে গ্রামবাসীরা জানিয়েছেন ৷ তাঁদের অভিযোগ, ছাগল চরাতে গ্রামের মাঠে নিয়ে আসা হয় ৷ সেই সময় ধান খেয়ে নেয় ছাগলে ৷ এই অভিযোগে নৃপতি গ্রামের লোকজন এসে পাইকুনি গ্রামের লোকজনের কেটে রাখা ধান ট্রাক্টর বোঝাই করে নিয়ে চলে যায় ৷ এই নিয়েই শুরু হয় দুই গ্রামের মধ্যে সংঘর্ষ ৷