পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Accidental Death in Kopai: কোপাইয়ে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু যমজ ভাইয়ের - যমজ ভাই

কোপাইয়ে তলিয়ে মৃত্যু বছর সতেরোর যমজ ভাইয়ের ৷ তারা দ্বাদশ শ্রেণির দুই পড়ুয়া ৷ স্কুল ফাঁকি দিয়ে তারা এদিন স্নানে নেমেছিল ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 26, 2023, 7:12 PM IST

স্নান করতে নেমে মৃত্যু হল যমজ ভাইয়ের

বোলপুর, 26 এপ্রিল: স্কুল ফাঁকি দিয়ে কোপাই নদীতে স্নান করতে এসে তলিয়ে গেল যমজ ভাই ৷ দু'জনেই দ্বাদশ শ্রেণির দুই পড়ুয়া ৷ বোলপুর বাইপাসের বাসিন্দা সায়ক পাল ও সোহম পাল টেকনো ইন্ডিয়া স্কুলের ছাত্র ৷ বৃহস্পতিবার শান্তিনিকেতনের কোপাই নদীতে 6 বন্ধু মিলে স্নান করতে আসে ৷ তারপরই তলিয়ে যায় ওই দুই ভাই ৷ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ জল থেকে দেহ উদ্ধার করে ৷ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা ৷ তাঁরা মৃতদের বন্ধুদের মারধর শুরু করেন।

এদিন সকালে বাড়ি থেকে স্কুল যাওয়ার নাম করে বের হয় ওই ছয় বন্ধু ৷ বোলপুরের টেকনো ইন্ডিয়া গ্রুপের পাবলিক স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র তারা। স্কুলে না-গিয়ে শান্তিনিকেতনের গোয়ালপাড়ার কাছে কোপাই নদীতে স্নান করতে নেমে পড়ে ৷ স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গিয়েছে, প্রায় কয়েক ঘণ্টা ধরে জলে স্নান করছিল, লাফালাফি করছিল ৷ সেই সময় সায়ক পাল হঠাৎই জলের তোড়ে তলিয়ে যায়। তাঁকে বাঁচাতে জলে নেমে পড়ে ভাই সোহম পাল।

এরপর দু'জনেই তলিয়ে যায় জলে ৷ খবর পেয়ে বোলপুর ও শান্তিনিকেতন থানার পুলিশ আসে ঘটনাস্থলে। স্থানীয় যুবকরা জলে নেমে মৃতদেহ দু'টি উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য দুই ভাইয়ের দেহ বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ক্ষিপ্ত জনতা মৃত দুই ভাইয়ের বন্ধুদের মারধর শুরু করে ৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ কোনওরকমে উত্তেজিত জনতার হাত থেকে বাকি 4 ছাত্রকে উদ্ধার করে নিয়ে যায় ৷ পরিবারের যমজ ভাইয়ের মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া এলাকায়। কান্নায় ভেঙে পড়েছেন নিহত সন্তানদের মা-বাবা। এক ছাত্র সৌগত গড়াই বলে, "আমরা সবাই মিলে স্নান করতে এসেছিলাম ৷ স্নান করতে করতে আচমকাই সায়ক ডুবে যেতে থাকে। দাদাকে বাঁচাতে সোহমও ঝাঁপ দেয় ৷ আমরা আর দেখতে পাইনি ওদের।"

আরও পড়ুন:নদীতে স্নানে নেমে সাগরদিঘিতে তলিয়ে মৃত্যু নাবালিকার, নিখোঁজ এক

ABOUT THE AUTHOR

...view details