সাঁইথিয়া, 15 নভেম্বর:সোমবারএলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ ও ব্যাপক বোমাবাজিও (Bomb Blast) হয় ৷ এই বোমাবাজিতে এক তৃণমূল কর্মীর পা দেহ থেকে আলাদা হয়ে যায় (TMC Leader) ৷ দিনভর সাঁইথিয়ার বহড়াপুর গ্রামে তল্লাশি চালিয়ে তৃণমূল কর্মী শেখ মাহিরুলের বাড়ি থেকে 25টি তাজা উদ্ধার করল পুলিশ । বোমাগুলি ফাঁটিয়ে নিষ্ক্রিয় করে সিআইডি বম্ব স্কয়ার্ড । এছাড়া তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, বোমাবাজির ঘটনায় এখনও পর্যন্ত দু'পক্ষের 12 জনকে গ্রেফতার করে পুলিশ ।
গ্রাম কার দখলে থাকবে এই নিয়ে তৃণমূলের সাঁইথিয়া ব্লক সভাপতি সাবের আলি গোষ্ঠীর সঙ্গে বনগ্রাম পঞ্চায়েতের প্রধান তুষার মণ্ডল গোষ্ঠীর দ্বন্দ্ব দীর্ঘ দিনের । সোমবার বিকেলে দুই গোষ্ঠীর বিবাদ চরম আকার নেয় ৷ শুরু হয় দুই গোষ্ঠীর আশ্রিত দুষ্কৃতীদের মধ্যে সংঘর্ষ ও বোমাবাজি । বোমা ফেটে পা উড়ে যায় তৃণমূল কর্মী মুজফফর শেখের ৷ গুরুতর আহত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে সিউড়ি সদর হাসপাতালে ভরতি করা হয় ৷ গুরুত্বর জখম হন আরও একজন ৷