তারাপীঠ, 2 জুলাই: ছাপ্পা ভোট দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস অতিরিক্ত ব্যালট ছাপিয়েছে ৷ শাসকদলের বিরুদ্ধে এমনই অভিযোগ আনল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । রবিবার বীরভূমের তারাপীঠে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, বুথে যদি কেন্দ্রীয় বাহিনী না থাকে, তৃণমূল কংগ্রেস ভোট লুঠপাঠ করবে । সরকারি কর্মচারীরা ভয়ে ভোট করতে যাবে না । এক্সট্রা ব্যালট ছাপানো হয়েছে সেগুলো ঢোকানো হবে । আর তাই করেই জিততে চাইছে তৃণমূল ।
শনিবার বীরভূমে ভোট প্রচারে এসেছেন দিলীপ ঘোষ । আজ সকাল থেকেই সেখানে বিভিন্ন কর্মসূচি রয়েছে তাঁর । সকাল ন'টায় তারাপীঠ কড়কড়িয়া মোড়ে চা চক্রে অংশগ্রহণ করেন তিনি । সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তরে একহাত নেয় শাসকদল তৃণমূলকে । তিনি বলেন, "বিজেপির কোন দুষ্কৃতী নেই, কোন আশ্রিত নেই । তৃণমূলের এত ভালো ছাতা থাকতে আমাদের কাছে আশ্রয় নেবে কেন? সব তৃণমূলের আশ্রয়ে আছে । তারাই আলাদা আলাদা দল হয়ে মারামারি করছে । সব জায়গায় তৃণমূলের নিজেদের মধ্যে খুনোখুনি মারামারি হচ্ছে, ভয় দেখানো হচ্ছে । ভয় না দেখিয়ে তৃণমূল জিততে পারবে না । তবে তৃণমূল এবার হারবে । তাই হারার ভয়ে লোককে ভয় দেখাচ্ছে ৷"