বোলপুর, 7 জুন : মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রায় সাড়ে 31 লক্ষ টাকা অনুদান দিল বীরভূম জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতি। আজ তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের হাতে সংগঠনের পক্ষ থেকে চেক তুলে দেওয়া হয়।
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 31 লাখ টাকার অনুদান বীরভূমের তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতির - COVID-19
কোরোনা ও আমফানে বিধ্বস্ত পশ্চিবঙ্গ। এই দুর্ভোগের বেড়াতে প্রয়োজন প্রচুর অর্থ। তাই এবার রাজ্য সরকারকে আর্থিক সাহায্যের জন্য এগিয়ে এল বীরভূম জেলার তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতি। এই সমিতির পক্ষ থেকে প্রায় সাড়ে 31 লক্ষ টাকার অনুদান দেওয়া হয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে31লাখ টাকার অনুদানবীরভূমের তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতির
কোরোনা ভাইরাসের সংক্রমণ ও আমফানে বিধ্বস্ত পশ্চিমবঙ্গ। কোভিড 19-এ আক্রান্তের সংখ্যা রাজ্যে দিনদিন বাড়েই চলেছে। খোলা হচ্ছে একাধিক কোয়ারানটিন সেন্টার। এর মধ্যেই বিধ্বংসী আমফানের দাপটে সুন্দরবন সহ রাজ্যের ন'টি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। এই দুই সংকট থেকে উদ্ধার পেতে বহু অর্থের প্রয়োজন। বিভিন্ন সরকারি, বেসরকারি, স্বেচ্ছাসেবী সংস্থা পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিচ্ছে। সেইমতো এবার সাহায্যের হাত বাড়াল বীরভূম জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতি।
আজ বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে দলের নেতা কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন অনুব্রত মণ্ডল। সেখানেই সংগঠনের পক্ষ থেকে 31 লক্ষ 34 হাজার 740 টাকার চেক তুলে দেওয়া হয় তাঁর হাতে। চেক পেয়ে অনুব্রতবাবু বলেন, "এইভাবে মুখ্যমন্ত্রীর পাশে সবাই এগিয়ে এলে রাজ্যের হাল দ্রুত ফেরানো সম্ভব।"