ইলামবাজার, 24 জানুয়ারি: বাউলভূমে পূর্ণদাস বাউলের জমি (Purna Das Baul Land in Birbhum) জবর দখলের অভিযোগ উঠল । মুখ্যমন্ত্রীর বীরভূম সফরের আগে শাসকদল তৃণমূলের মদতে জমি দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন বর্ষীয়ান এই বাউল শিল্পী ৷ এদিন, তিনি তাঁর পরিবারকে নিয়ে ইলামবাজারের কামারপাড়ায় জবর দখল হওয়া জমিতে যান ৷ খবর পেয়ে ইলামবাজার ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকেরা এসে সেই জমি মাপঝোঁক করেন ৷ শেষ জীবনে এই জমিতে তিনি একটি বাউল আখড়া বানাতে চান, কিন্তু প্রায় 4 বিঘা জমি দখল করে কংক্রিটের নির্মাণ শুরু হয়ে গিয়েছে দেখা যায় ৷
উল্লেখ, জমি মাফিয়াদের দৌরাত্ম্যের অভিযোগ বীরভূম বরাবরের । বাউল গানকে বিশ্বের দরবারে প্রসার ও প্রচারের জন্য 'বাউল সম্রাট' বলা হয় পূর্ণদাস বাউলকে ৷ বাউলভূম হিসাবে পরিচিত এই বীরভূম জেলা ৷ এই জেলাতেই জন্ম বাউল শিল্পী পূর্ণদাস বাউলের ৷ 2013 সালে বাউল গানে তাঁর বিশেষ অবদানের জন্য 'পদ্মশ্রী' সম্মানে ভূষিত হয়েছে । একদা প্রখ্যাত মার্কিন সুরকার বব ডিলানের সঙ্গে বহু গানে সুর বেঁধেছেন পূর্ণদাস বাউল । এবার সেই বাউলের জমি জবর দখলের অভিযোগ উঠল ।
বীরভূমের ইলামবাজার থানার কামারপাড়ায় রাস্তার ধারে 10 বিঘার বেশি জমি রয়েছে বাউল শিল্পীর । অভিযোগ, গত দেড় দশক ধরে অল্প অল্প করে সেই জমি জবর দখল হয়ে যাচ্ছে ৷ বর্তমানে বাউল শিল্পীর জমিতে কোথাও কংক্রিটের নির্মাণ হচ্ছে, কোথাও বা কাঁটা তার-পিলার দিয়ে ঘিরে নেওয়া হয়েছে । ভুয়ো কাগজপত্র বানিয়ে জমি বিক্রি করে দিয়েছে জমি মাফিয়ারা । এই মর্মে একাধিকবার বীরভূম জেলা শাসক, বোলপুর মহকুমা শাসক, জেলা ও ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরে লিখিত অভিযোগ করেছেন খোদ বাউল সম্রাট । কিন্তু, কোন ফল হয়নি ৷