পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইলামবাজারে বাইকে আগুন ধরিয়ে বিজেপির মহিলা নেত্রী সহ তিনজনকে মারধর - ইলামবাজারে বিজেপি কর্মীদের উপর তৃণমূলের হামলা

ইলামবাজারে আক্রান্ত বিজেপির মহিলা নেত্রী সহ তিন জন। "আমার বুথ সবচেয়ে মজবুত" কর্মসূচিতে যোগ দিতে গিয়ে এই ঘটনা ঘটে বলে জানা যায় ৷ বিজেপির অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা তাদের কর্মীদের উপর হামলা চালায় ৷ খবর পেয়ে পুলিশ উদ্ধার করে আহতদের ৷

bjp
আহত বিজেপির মহিলা নেত্রী

By

Published : Jan 9, 2021, 6:37 PM IST

Updated : Jan 9, 2021, 11:06 PM IST

ইলামবাজার, 9 জানুয়ারি : "আমার বুথ সব থেকে মজবুত" কর্মসূচিতে গিয়ে ইলামবাজারের আক্রান্ত বিজেপির মহিলা নেত্রী সহ তিন জন। অভিযুক্ত তৃণমূল। এক বিজেপি কর্মীর বাইক আটক করে পুড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে ইলামবাজার থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে ৷ উদ্ধার করা হয় জলন্ত বাইকও । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে।

বিজেপির মহিলা নেত্রী সহ তিনজনকে মারধর
এদিন কাটোয়ায় রোড শো করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সেই সময় বীরভূমের ইলামবাজারের বিলাতি গ্রাম পঞ্চায়েতে "আমার বুথ সবচেয়ে মজবুত" কর্মসূচিতে যান বিজেপির নেতা কর্মীরা। অভিযোগ, হিগোনপুর গ্রামে তাদের পথ আটকায় তৃণমূলের লোকজন। বাঁশ-লাঠি নিয়ে চড়াও হয়ে তাদের বেধড়ক মারধর করা হয়। আঘাত লেগে আহত হয়েছেন বিজেপির মহিলা মোর্চার জেলা সহ সভাপতি সুজাতা ঘোষ সহ বিজেপি নেতা চিত্তরঞ্জন সিংহ, অমিত মাঝিরা । এছাড়া, অল্প আহত হয়েছেন আরও দুই কর্মী। মারধরের পর এক বিজেপি কর্মীর বাইক আটক করে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন :"কেন্দ্রের প্রকল্প চুরি করেছে মমতা সরকার", অভিযোগ নাড্ডার

খবর পেয়ে ঘটনাস্থানে যায় ইলামবাজার থানার পুলিশ। আহতদের প্রথমে ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, পরে বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Last Updated : Jan 9, 2021, 11:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details