সিউড়ি, 20 জানুয়ারি: গ্রামসভা চায় না দেউচা-পাচামিতে কয়লা খনি হোক (Deucha Pachami) ৷ এই প্রতিবাদে শুক্রবার বীরভূম জেলা শাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন আদিবাসী মানুষজন । কয়লাখনির জন্য জমি দিতে নারাজ তাঁরা ৷ বিক্ষোভ সামাল দিতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় ।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খোলামুখ কয়লা খনি হতে চলেছে বীরভূমের দেউচা-পাচামি । ক্রিটেশিয়াস যুগে ভূ-আন্দোলনের ফলে ছোটনাগপুর প্রান্তীয় অঞ্চলের বিস্তীর্ণ এলাকা ভূ-গর্ভে চলে যায় ৷ তাই ঝাড়খণ্ড-বাংলা সীমানা-সহ বীরভূমের দেউচা পাচামি এলাকা খনিজ সম্পদে ভরপুর ৷ দেউচা পাচামির কমপক্ষে 3 হাজার 400 একর জমি জুড়ে 1 হাজার 179 মিলিয়ন হেক্টর কয়লা ব্লক রয়েছে ৷ যা উত্তোলিত হলে এটিই হবে আমেরিকার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খোলা মুখ কয়লাখনি ৷ এছাড়াও, কয়লার স্তরের উপর 1 হাজার 138 মিলিয়ন হেক্টর ব্যাসল্ট শিলাস্তর রয়েছে ৷ তাই এখানে কয়লা খনি প্রকল্পের জন্য এখনও পর্যন্ত 35 হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে ৷ যার মধ্যে 10 হাজার কোটি টাকা পুনর্বাসন প্যাকেজে খরচ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
সরকারি হিসাব অনুযায়ী, প্রস্তাবিত প্রকল্প এলাকায় 12টিরও বেশি গ্রামে কমপক্ষে 4 হাজার 314টি বাড়িতে 21 হাজারেরও বেশি মানুষের বাস ৷ এই বসত এলাকার অধিকাংশই আদিবাসী অধ্যুষিত গ্রাম ৷ জমিদাতাদের অন্যত্র জমি, চাকরি-সহ একাধিক ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ সব মিলিয়ে 4 হাজার 942 জনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে ।