পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Strike Tribal People: মহিলা নির্যাতনে পুলিশি নিষ্ক্রিয়তায় বোলপুরে আদিবাসীদের পথ অবরোধ - Bolpur

স্থানীয় যুবকদের হাতে মহিলাদের নির্যাতন এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তীর-ধনুক, কুঠার হাতে নিয়ে বোলপুর থেকে ইলামবাজার যাওয়ার রাস্তা অবরোধ করলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।

Strike Tribal People
মহিলা নির্যাতনে পুলিশি নিষ্ক্রিয়তায় বোলপুরে আদিবাসীদের পথ অবরোধ

By

Published : Oct 24, 2021, 10:56 PM IST

বোলপুর, 24 অক্টোবর: গ্রামের মহিলাদের নির্যাতন করা হচ্ছে অথচ পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না ৷ এই অভিযোগ তুলে হাতে তীর-ধনুক, কুঠার নিয়ে বীরভূম জেলার বোলপুরে পথ অবরোধ করলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।

আদিবাসী মহিলারাও এদিন হাতে লাঠি, কুঠার নিয়ে পথে নামেন ৷ বোলপুর থেকে ইলামবাজার যাওয়ার রাস্তা মীর্জাপুর বাসস্টপের কাছে অবরোধ করা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর থানার পুলিশ। অভিযোগ, বোলপুর থানার অন্তর্গত মীর্জাপুর গ্রামের আদিবাসী মহিলাদের দিনের পর দিন নির্যাতন করছে প্রতিবেশী কাশিপুর গ্রামের কয়েকজন যুবক ৷ পুলিশকে জানিয়েও কোনও ফল হয়নি ৷ অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করার দাবিতে এদিন বোলপুর থেকে ইলামবাজার যাওয়ার রাস্তা মীর্জাপুর গ্রামের কাছে অবরোধ করা হয় ৷

আরও পড়ুন: বাউল সম্রাটের জমি দখল প্রসঙ্গে অনুব্রতকে খোঁচা অনুপমের

ঘটনার খবর পেয়ে বোলপুর থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ যায় ঘটনাস্থলে ৷ পুলিশের সামনেই বিক্ষোভ দেখান আদিবাসী মানুষজন। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মীর্জাপুর এলাকা। গ্রামবাসীরা বলেন, "দিনের পর দিন কাশীপুরের যুবকরা আমাদের গ্রামের মেয়েদের নির্যাতন করছে ৷ প্রতিবাদ করায় আমাদের গ্রামের লোকদের মারধর করা হচ্ছে ৷ কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না ৷ পুলিশ তাদের গ্রেফতার না করলে আমাদের প্রতিবাদ চলবে।"

ABOUT THE AUTHOR

...view details