শান্তিনিকেতন, 15 এপ্রিল : প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণ । গতকাল, বৃহস্পতিবার গ্রামে চড়ক মেলা থেকে নদীর পাড়ে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে 5 জনের বিরুদ্ধে । প্রেমিকের বয়ান অনুযায়ী অভিযুক্তদের স্কেচ তৈরি করাচ্ছে পুলিশ ৷ ঘটনার তদন্তে গ্রামে গিয়েছেন খোদ বীরভূম পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী (Tribal minor girl raped by 5 unknown in Santiniketan) ৷
অন্যদিকে, বোলপুরের পর শান্তিনিকেতন থানা এলাকায় আদিবাসী নাবালিকা গণধর্ষণের ঘটনায় পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে আসেন আইজি ভরতলাল মীনা, এডিজি সঞ্জয় সিং ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিনিকেতন থানার আদিত্যপুরে চড়ক মেলা ছিল ৷ সেই মেলায় প্রেমিকের কাছ থেকে এক নাবালিকাকে ছিনিয়ে অন্ধকারে নদীর তীরে তুলে নিয়ে যায় পাঁচ যুবক। এরপর চলে ধর্ষণ ৷ এদিন পরিবারের লোকজন শান্তিনিকেতন থানায় খবর দেন ৷ খবর পেয়ে তদন্তে গ্রামে যান অতিরিক্ত জেলা পুলিশ সুপার ও বোলপুরের এসডিপিও-র নেতৃত্বে পুলিশ ৷